সবটাই “ভাঁওতাবাজি”! সত্যিই “স্ক্রিপ্টেড” ইন্ডিয়ান আইডল, ফাঁস চাঞ্চল্যকর ছবি

বাংলাহান্ট ডেস্ক : রিয়েলিটি শো নিয়ে একটি দাবি প্রায়ই শোনা যায়। টেলিভিশনের নামীদামী রিয়েলিটি শোগুলি নাকি ‘স্ক্রিপ্টেড’। দর্শকরা টিভিতে যা দেখেন সবটাই নাকি সাজানো, সেখানে আদৌ কোনো রিয়েলিটি নেই। বহুবার এ নিয়ে বিতর্কও ছড়িয়েছে। আর এবার ফের একবার চর্চায় ইন্ডিয়ান আইডল (Indian Idol 15)। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের বিরুদ্ধে উঠল ‘স্ক্রিপ্টেড’ শো দেখানোর অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুবই ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) সাম্প্রতিক হোলি স্পেশ্যাল পর্বের একটি দৃশ্যের ছবি সেখানে পোস্ট করা হয়েছে। ছবিতে হাতে একটি স্ক্রিপ্ট নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে ওই এপিসোডের অতিথি হেমা মালিনীকে। তবে নেটিজেনদের নজর কেড়েছে তাঁর হাতের স্ক্রিপ্টটি।

 

Is Indian idol 15 really scripted

হেমার হাতে বিতর্কিত স্ক্রিপ্ট: দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে স্ক্রিপ্টে। না, কোনো সারসংক্ষেপ নয়, বরং হেমা সহ কার কী সংলাপ (Indian Idol 15) থাকবে সবটাই স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে। এমনকি স্ক্রিপ্টে এও লেখা রয়েছে, যেখানে প্রিয়াংশুকে উদ্দেশ্য করে হেমা বলবেন, মথুরার ‘লাথ মার হোলি’র ব্যাপারে। এমনকি ওই স্ক্রিপ্টে বিচারক শ্রেয়া ঘোষালকে কী বলতে হবে তাও উল্লেখ করা রয়েছে।

আরো পড়ুন : “হি ইজ গুড ইন…”, ক্যামেরার সামনেই রাজকে নিয়ে এ কী বলে দিলেন শুভশ্রী!

কী বলছেন নেটিজেনরা: ছবিগুলি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। একজন লিখেছেন, ‘যারা এখনো বিশ্বাস করে এই শোগুলি আসল, এটা তাদের জন্য’। এমনকি একজন দাবি করেছেন, তিনি নাকি একটি নাচের রিয়েলিটি শোতে (Indian Idol 15) ব্যাক স্টেজে কাজ করতেন। সে সময় সঞ্চালক ভারতী সিং এর জোকস, এমনকি বিচারক গোবিন্দার প্রশংসাও স্ক্রিপ্টে লেখা থাকত!

আরো পড়ুন : মোমো ফ্যাক্টরির ফ্রিজে কুকুরের কাটা মাথা! মোমোর পুরেই কি তাহলে…..হইচই শুরু শহরে

ইন্ডিয়ান আইডলের (Indian Idol 15) চলতি সিজন নিয়ে ইতিমধ্যেই বেশ বিতর্ক ছড়িয়েছে। একের পর এক বাঙালি প্রতিযোগীর বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দর্শকদের একাংশ। আর এবার এই ভাইরাল পোস্ট নিয়েও আরেক দফা বিতর্ক শুরু হয়েছে নেট পাড়ায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর