বাংলা হান্ট ডেস্ক: ডিভোর্সের যন্ত্রণা ভুলে এবার নতুন করে প্রেমে পড়লেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। নতুন বছরের শুরুতেই খুঁজে পেয়েছেন জীবনসঙ্গিনীকে। এবার কি তাহলে নতুন করে ছাদনা তলায় যাবেন তিনি? কারণ বর্তমানে সমাজমাধ্যমে পোস্ট তো তাই বলছে। ছবিতে ক্রিকেটার “গব্বর” এবং তাঁর নতুন প্রেমিকার রোমান্টিক মুহূর্ত ধরা পড়েছে। আর সেই পোস্ট সমাজ মাধ্যমে দেদার ভাইরাল। আর ভাইরাল ছবি দেখেই সকলের মনে প্রশ্নের আনাগোনা শুরু।
নতুন সম্পর্কে জড়িয়েছেন ক্রিকেটার শিখর ধাওয়ান (Sikhar Dhawan):
সাম্প্রতিক সমাজমাধ্যমে একটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, শিখর ধাওয়ান (Shikhar Dhawan) সুইমিং পুলে রয়েছেন, আর পাশে বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। নীল রঙের পোশাকে অভিনেত্রী এবং ক্রিকেটারের পরনে একটি সাধারণ গেঞ্জি। দুজনে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জলে রয়েছেন। একে অপরের সাথে মাথা ঠেকিয়ে ছবি তুলেছেন। আর সেই ছবিই সমাজ মাধ্যমে ভাইরাল হয়। যেখান থেকে জানা যায়, দুজনে নাকি সম্পর্কে জড়িয়েছেন। অতীত ভুলে হয়তো নতুনভাবে এগোনোর পরিকল্পনা করছেন।
Another new pair has arrived in the market after Shami and Sania ! Learn How to Create Such Viral Photos Using AI : https://t.co/iJDaLtjPH5 pic.twitter.com/YWd4xCAzhs
— Zapiwala AI (@ZapiwalaAI) January 1, 2025
AI দ্বারা নির্মিত দুজনের ছবিঃ প্রথমদিকে এই ছবি নিয়ে জল্পনা শুরু হলেও পরবর্তীতে জানা যায় দুজনের সম্পর্কে কোনো সত্যতা নেই। আসলে এই ছবি AI দ্বারা নির্মিত বলেই জানা যায়। তবে সমাজমাধ্যমে এই ছবি ভাইরাল হতেই শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সমর্থকরা জোর ধাক্কা খান। পরে অবশ্য এই ছবির সত্যতা জানার পর থেমেছে জল্পনা। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান সময় AI দিয়ে বিভিন্ন রকমের ছবি বানানো যায়। সেটা কুরুচিকর ছবিও হতে পারে, আবার ভালো ছবিও তৈরি করা হয়। আর এই ছবিটি মূলত পোস্ট করা হয়েছে, একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে।
আরও পড়ুনঃ সলমনের নায়িকা সারা সেনগুপ্ত! বলিউডে কেরিয়ার শুরু করছেন যিশু-নীলাঞ্জনার কন্যা
এই ছবি পোস্ট করার মূল লক্ষ্য হচ্ছে AI দ্বারা কিভাবে ছবি বানানো যায় তা শেখানো। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং হুমা কুরেশির ছবিটি পোস্ট করে লেখা হয়, “শামি, সানিয়ার পর আরো একটি নতুন জুটি। AI ব্যবহার করে কিভাবে এই ধরনের ছবি বানাবেন তা শিখুন।” সাথে একটি লিঙ্ক যুক্ত করা থাকে। প্রসঙ্গত, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শিকার হয়েছিলেন টিম ইন্ডিয়ার অন্যতম ক্রিকেটার মহম্মদ সামি এবং টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। দুজনের ছবি বিকৃত করে সমাজমাধ্যমে ভাইরাল করা হয়। অর্থাৎ বলা যায় অনেক সময় AI ব্যবহৃত ছবি তারকাদের জীবনে সমস্যা তৈরি করছে। শুধু তারকা নয় একই সাথে সাধারণ মানুষদের জীবনেও সমস্যা ডেকে আনছে।
আরও পড়ুনঃ ‘আগের রায়ে…’! সমলিঙ্গ বিয়েতে মিলল আইনি স্বীকৃতি? কী জানাল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, ২০১২ সালে শিখর ধাওয়ান (Shikhar Dhawan) অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাঁদের এক পুত্র এবং দত্তক নেওয়া দুই কন্যা সন্তান রয়েছে। তিন সন্তান এবং স্ত্রীকে নিয়ে ক্রিকেটার সুখেই সংসার করছিলেন। কিন্তু ২০২০ সালের পর থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন। সূত্র মারফত জানা যায়, সম্পত্তি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েন দুজনে। এরপরই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০২৩ সালে পাকাপাকিভাবে দুজনের বিচ্ছেদ হয়। তারপর থেকে ক্রিকেটার আর বিয়ে করেননি বলেই জানা যায়। যারফলে, সমাজমাধ্যমে এমন পোস্ট ভাইরাল হতে দেখে সকলে মনে করেন হয়তো সত্যিই তিনি নতুন করে সম্পর্কে জড়াচ্ছেন। যদিও গোটা বিষয়টি ভুয়ো।