বাংলা হান্ট ডেস্ক: গতবছরই মার্কিন মুলুকে শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। যেখানে কমলা হ্যারিসকে বুড়ো আঙুল দেখিয়ে হোয়াইট হাউস দখল করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এবার বিদায় বেলায় আক্ষেপ প্রকাশ করলেন বিদায়ী বাইডেন (Joe Biden)। তিনি লড়াইয়ের ময়দানে নামলে ডোনাল্ড ট্রাম্পকে অনায়াসে হারিয়ে দিতেন এমনই দাবি করলেন। আবারও মার্কিন সাম্রাজ্যে হয়তো ডেমোক্র্যাটদের হত জয় জয়কার। কিন্তু না হওয়ায় আক্ষেপের সুর তাঁর গলায়। তাহলে কি প্রেসিডেন্ট দৌড়ে নিজে না দাঁড়িয়ে ভারতীয় বংশোদ্ভূত কমলাকে দাঁড় করিয়ে ভুল করেছেন?
জো বাইডেনের (Joe Biden) গলায় আক্ষেপের সুর:
আনুষ্ঠানিক ভাবে জাতীয় উদ্দেশ্যে বিদায়বার্তা দেওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে শেষ বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন জো বাইডেন (Joe Biden)। আর সেই সময়ই তিনি দাবি করেন ভোটপর্ব থেকে সরে দাঁড়ানোর পরিবর্তে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করতেন তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অনায়াসে পরাস্ত করতে পারতেন। হোয়াইট হাউজের একটি সাংবাদিক সম্মেলনেই জো বাইডেনকে জিজ্ঞেস করা হয়, “মিস্টার প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে আক্ষেপ হয়? আপনার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কারণে কি পূর্বসূরী উত্তরসূরী হয়ে গেল?” বাইডেন সাংবাদিকদের এই প্রশ্নের প্রত্যুত্তরে জানান, “আমার তা মনে হয় না। আমার মনে হয়, আমি যদি এই লড়াই করতাম তাহলে ট্রাম্পকে অনায়াসে হারিয়ে দিতে পারতাম।” এখানেই শেষ নয় তিনি কমলার প্রসঙ্গও এখানে টেনে আনেন। তিনি বলেন, “শুধু আমি নয় ট্রাম্পকে কমলাও হারিয়ে দিতে পারতেন।”
এরপরই সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন ভেসে আসে, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং দৃঢ়তা থাকা সত্ত্বেও কেন এই দৌড় থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাইডেন (Joe Biden) বলেন, “আমি কী ভেবেছিলাম সেটা বড় কথা নয়। দল যেটা ভেবেছিল সেটাই বড় কথা। দলের সকলেই চিন্তিত ছিল আমি নির্বাচনী দৌড়ে টিকে থাকতে পারব কিনা। তবে আমি জানতাম ট্রাম্পকে হারাতে পারব। তবে শুধুমাত্র দলের কথা ভেবেই, দলকে একজোট রাখতেই এই সিদ্ধান্ত।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, তিনি নিজের প্রতি অত্যন্ত বিশ্বাসী। যদি তিনি লড়াই করতেন তাহলে হলেও হয়তো নির্বাচনে জিততে পারতেন।
আরও পড়ুনঃ শহরে শীতলতম দিন! তবে রবি থেকেই বাড়বে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দপ্তরের
আবেগপ্রবণ জো বাইডেনঃ জানা যাচ্ছে, এদিন সাংবাদিক সম্মেলনে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এদিন উল্লেখ করেন তাঁর জীবনে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া জীবনের শ্রেষ্ঠ সম্মান। জো বাইডেন (Joe Biden) আরো জানান, “নির্বাচনের সময় পার্টি এক জোট ছিল না বলে হেরে গিয়েছি, এ কথা যেন কেউ বলতে না পারে। তার জন্যই আমার সরে দাঁড়ানো উচিত বলে মনে হয়েছে। তবে আমি নিশ্চিত ছিলাম কমলার জয় নিয়ে।” এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই উত্তরই দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট।
আরও পড়ুনঃ নতুন বছরেই কেলেঙ্কারি! পর্নস্টারকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প, কী রায় দিল আদালত?
প্রসঙ্গত ২০২৪-এর নভেম্বরে বিপুল ভোটের ব্যবধানে, জয় ছিনিয়ে আনেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫-এ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হওয়ার শপথ গ্রহণ করবেন তিনি। তবে তার আগেই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) শেষবারের মতো ওভাল অফিস থেকে ভাষণ দেবেন। এরপরই থামবে তাঁর দীর্ঘ ৫ বছরের প্রেসিডেন্টের লড়াই।