দ্বিতীয় সন্তান জন্মের চার মাস পরেই আবার অন্তঃসত্ত্বা! করিনার পোস্ট ঘিরে গুঞ্জন নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দ্বিতীয় বার মা হওয়ার পর সবে মাত্র চার মাস কেটেছে। এর মধ‍্যেই তৃতীয় বার সন্তানসম্ভবা হওয়ার খবর দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান (kareena kapoor khan)! দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ‍্যে আসার গুঞ্জনের দিনই নেটমাধ‍্যমে করিনার একটি ছবি দেখে এই ধারনা প্রায় বদ্ধমূল হয় নেটিজেনদের। এর পরেই প্রশ্নের মুখে পড়েন করিনা।

আসলে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি রিপোর্টের ছবি দেখান যেখানে স্পষ্ট এক নবজাতকের আভাস। ছবিটি শেয়ার করতেই কমেন্ট আসতে থাকে, অভিনেত্রী কি আবারো অন্তঃসত্ত্বা হলেন? শুরু হয় ট্রোলও। তবে বেবো নিজেই পোস্টে সংশয় দূর করে দিয়েছেন। তিনি সাফ লিখেছেন, ‘কিছু উত্তেজক বিষয়ের উপর কাজ করছিলাম। কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটা না।’


আসলে অতি সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে করিনার লেখা বই ‘প্রেগনেন্সি বাইবেল’। নিজের দুবারের অন্তঃসত্ত্বাকালীন সফরের কাহিনি এই বইতে তুলে ধরেছেন বেবো। নতুন মায়েদের জন‍্য বইটি বেশ কাজে লাগবে বলেই আশাবাদী অভিনেত্রী। নেটিজেনদের মতে সম্ভবত বই বিষয়ক কোনো প্রোজেক্টের জন‍্যই করিনার ওই পোস্ট। শীঘ্রই রহস‍্যের পর্দাফাঁস করবেন বলেও জানিয়েছেন করিনা।

https://www.instagram.com/p/CRGK-zKJlza/?utm_medium=copy_link

সম্প্রতি  শোনা যায় দীর্ঘ জল্পনা কল্পনার পর ছোট নবাবের নাম ঠিক হয়ে গিয়েছে। বড় ছেলে তৈমুরের সময়কার ভুল আর দ্বিতীয়বার করতে চাননি করিনা সইফ। তাই অনেক ভেবেচিন্তেই দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন তাঁরা। বলিপাড়ায় গুঞ্জন করিনার ছোট ছেলের নাম রাখা হয়েছে জেহ (jeh)। এই ল‍্যাটিন শব্দের অর্থ হল নীল পাখির পালক।

বড় ছেলের মতো কোনো রাজা বা বাদশার নামের অনুকরণে ছোট ছেলের ধাম রাখার মতো ভুল আর করেননি তারকা দম্পতি। তবে এই গুঞ্জনটা সমস্তটাই কানাঘুঁষো। করিনা বা সইফ কেউই এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেননি ছেলের নাম। তবে সংবাদ মাধ‍্যমের কাছে করিনার বাবা রণধীর কাপুর স্বীকার করেছেন তাঁর ছোট নাতির নাম জেহ আলি খান ই রাখা হয়েছে।

X