আবারো স্লট বদল নাকি পাকাপাকি দাঁড়ি? ‘লক্ষ্মী কাকিমা’র আগমনে কোপ পড়ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’র ঘাড়ে!

বাংলাহান্ট ডেস্ক: বেশিরভাগ পুরনো সিরিয়াল (serial) বন্ধ হয়ে যেতে চলেছে জি বাংলায়। কিছুদিন আগেই শেষ হয়েছে এক সময়ের হিট মেগা ‘কৃষ্ণকলি’। এবার বিদায় নেওয়ার পালা ‘করুণাময়ী রাণী রাসমণি’র (karunamoyee rani rasmoni)। নতুন সিরিয়ালের ঘোষনা হওয়ার পর থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে নেটমহলে।

দিন কয়েক আগে নতুন সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর প্রোমো প্রকাশ‍্যে আসে চ‍্যানেলে। কিন্তু জল্পনা ছিল সিরিয়ালটি কোন টাইম স্লটে আসবে তা নিয়ে। কারণ সন্ধ‍্যা ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সব স্লটই ভর্তি। বেশ কয়েকটি স্লটে নতুন সিরিয়ালও শুরু হয়েছে। তবে কি পুরনো কোনো মেগার উপরেই পড়তে চলেছে কোপ?

IMG 20220130 161956
প্রশ্নের উত্তর মিলতে বেশি দেরি হয়নি। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর টাইম স্লট ঘোষনা হয়েছে সন্ধ‍্যা ছটায়। উল্লেখ‍্য, ওই সময়েই সম্প্রচারিত হয় ‘করুণাময়ী রাণী রাসমণি’। অথচ এখনো পর্যন্ত এই সিরিয়ালের পরিবর্তিত কোনো সময় দেওয়া হয়নি। এরপরেই কানাঘুঁষো শুরু হয়েছে, সম্ভবত শেষ হয়ে যাচ্ছে রাণী রাসমণি।

উল্লেখ‍্য, এর আগেও একবার এই সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন উঠেছিল। ‘পিলু’র টাইম স্লট সাড়ে ছটা ঘোষনা হতেই অনেকে মন্তব‍্য করেছিলেন, এবার করুণাময়ী রাণী রাসমণিকে বিদায় জানানোর পালা। কিন্তু সকলকে অবাক করে দীর্ঘদিনের সাড়ে ছটার স্লট বদলে ছটায় চলে আসে এই সিরিয়ালে। তার পরিবর্তে শেষ হয়ে যায় কৃষ্ণকলি।

https://www.instagram.com/tv/CZQ5uF8pcGW/?utm_medium=copy_link

১৫০০ পর্ব ইতিমধ‍্যেই পেরিয়ে গিয়েছে ইতিহাস নির্ভর এই সিরিয়াল। কেক কেকে ধুমধাম করে সেলিব্রেট করা হয়েছে এই সাফল‍্য। এই মাইলফলকটার জন‍্যই কি অপেক্ষা ছিল? এখনো পর্যন্ত চ‍্যানেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষনা না হলেও গুঞ্জন কিন্তু থামছে না।

নেটিজেনদের একাংশের মতে, রাণীমার মৃত‍্যুর সঙ্গে সঙ্গেই সিরিয়ালটি বন্ধ করে দেওয়া উচিত ছিল। আর যদি উত্তর পর্ব আনতেই হত তাহলে সেটা শুধু শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের কাহিনি দেখালেই ভাল হত। তা না করে রাণী রাসমণির বড় মেয়ের কূটবুদ্ধি দেখিয়েই সিরিয়ালটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর