বিয়ের চার মাসের মাথায় অন্তঃসত্ত্বা ক‍্যাটরিনা! সুখবর দিতে চলেছেন নবদম্পতি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এখনো ছয় মাসও কাটতে পারেনি ক‍্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলের (Vicky Kaushal) দাম্প‍ত‍্যের। এর মধ‍্যেই ছড়ালো অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। নেটনাগরিকদের দাবি, শীঘ্রই মা হতে চলেছেন ক‍্যাট। ভিক‍্যাট জুটির প্রথম সন্তান আসার গুঞ্জনে মুখরিত নেটপাড়া।

কিন্তু হঠাৎ এমন গুঞ্জন ছড়ানোর কারণ কী? কানাঘুঁষোর সূত্রপাত হয় ক‍্যাটরিনার সাম্প্রতিক একটি ভিডিও থেকে। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অভিনেত্রী। হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ার কামিজ আর ফুলছাপ ওড়না দিয়ে সেজেছেন তিনি। হঠাৎ ঢিলেঢালা পোশাকে ক‍্যাটরিনাকে দেখেই সন্দেহ জেগেছে নেটিজেনদের মনে।


কয়েকজনের দাবি, ক‍্যাটরিনা নির্ঘাত অন্তঃসত্ত্বা। আরেকজন লিখেছেন, বেবি বাম্প লুকানোর জন‍্যই এমন ঢিলেঢালা পোশাক পরেছেন তিনি। খুব শিগগিরি সুখবর আসতে চলেছে। উল্লেখ‍্য, এমন গুঞ্জন আগেও বিভিন্ন অভিনেত্রীর ক্ষেত্রে ছড়িয়েছে। ঢিলেঢালা পোশাক পরায় বিপাশা বসু, সোনম কাপুরকে আগেভাগেই ‘অন্তঃসত্ত্বা’ বলে ঘোষনা করে দিয়েছিলেন নেটপাড়ার বাসিন্দারা। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব‍্যই করেননি ক‍্যাটরিনা বা ভিকি।

https://www.instagram.com/reel/CcLn1t9qIW_/?igshid=YmMyMTA2M2Y=

গত বছর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি ক‍্যাটরিনা। দুজনের অসমবয়সী বিয়ে নিয়ে প্রথমটা অনেক কানাঘুঁষো শোনা গিয়েছিল। আদ‍্যোপান্ত পঞ্জাবি পরিবারে ক‍্যাটরিনা মানিয়ে নিতে পারবেন কিনা। বিয়ের মেয়াদ নিয়েও প্রশ্ন উঠেছিল।


কিন্তু বিয়ের পর থেকে জুটির শেয়ার করা ছবিতেই বোঝা গিয়েছে, ক‍্যাটরিনা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। খুশি তাঁর চোখেমুখে উপচে পড়ে প্রতি ছবিতেই। আর হবে নাই বা কেন? ভিকি যে স্ত্রীকে চোখে হারান। বিয়ের পর থেকেই দুজনে কাজে ব‍্যস্ত হয়ে পড়েছেন। তবুও বিশেষ বিশেষ দিনগুলো উদযাপন করার জন‍্য ঠিকই সময় বের করে নিতে দেখি গিয়েছে তাঁদের।

সম্পর্কিত খবর

X