মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ? অবশেষে সত্যিটা জানিয়ে দিলেন ভিকি, বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ সালে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল। বিয়ের পর দেখতে দেখতে কেটে গিয়েছে তিন বছর। এই সময়কালে একাধিকবার অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন শোনা গিয়েছে। এবার ‘সুখবর’ প্রসঙ্গে মুখ খুললেন খোদ ভিকি।

মা হতে চলেছেন ক্যাটরিনা (Katrina Kaif)?

সম্প্রতি অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির হয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। সেই অনুষ্ঠানে লাল রঙের একটি শাড়ি পরে গিয়েছিলেন অভিনেত্রী। পাপারাৎজিদের সামনে হাসিমুখে পোজও দেন তারকাজুটি। সেখানেই সকলের নজর কাড়ে অভিনেত্রীর ‘স্ফীতোদর’। অনেকেই দাবি করেন, সেটা নাকি মিসেস কৌশলের ‘বেবি বাম্প’।

সমাজমাধ্যমের পাতায় হু হু করে ভাইরাল হয়ে থাকে ‘ভিক্যাট’ জুটির সেই ভিডিও। চোখের নিমেষে আগুনের মতো ছড়িয়ে পড়ে ক্যাটরিনার প্রেগন্যান্সির খবর। অবশেষে এই নিয়ে মুখ খুললেন স্বামী ভিকি (Vicky Kaushal)। ক্যাটরিনা আদৌ প্রেগন্যান্ট কিনা এবার জানালেন অভিনেতা।

আরও পড়ুনঃ TRP তুলতে জব্বর টুইস্ট! এবার ফিরবে সূর্যর স্মৃতি, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

ভিকি বলেন, ‘যখন এই খবর দেওয়ার সময় আসবে, আমি নিজে সবাইকে জানাব। সংবাদমাধ্যমকেই সবার প্রথমে জানানো হবে। তবে এখন তো খারাপ খবরটাই শুনতে হবে। তবে যখন সুখবর দেওয়ার সময় আসবে তখন কোনও দ্বিধা না করেই আনন্দের খবরটা দেওয়া হবে’। আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন ভিকি।

এদিকে প্রেগন্যান্সির গুজব উড়িয়ে ক্যাটরিনার (Katrina Kaif) টিমের তরফ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সকল সংবাদমাধ্যমের কাছে একটাই অনুরোধ, ক্যাটরিনার প্রেগন্যান্সি নিয়ে কোনও রকম জল্পনা করবেন না। যে খবরের কোনও সত্যতা নেই, সেটা নিয়ে চর্চা না করাই ভালো’।

Katrina Kaif Vicky Kaushal

উল্লেখ্য, বিয়ের পর থেকে একাধিকবার ক্যাটরিনার প্রেগন্যান্সির গুঞ্জন শোনা গিয়েছে। কয়েকদিনে আগে লন্ডনে ওভারকোট পরে অভিনেত্রীর ছবি ভাইরাল হওয়ার পর এই নিয়ে চর্চা শুরু হয়েছিল। এরপর তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখে এই জল্পনা আরও তীব্র হয়। অবশেষে ভিকি নিজেই আসল সত্যিটা জানিয়ে দিলেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর