বাংলা হান্ট ডেস্কঃ দুবাইতে রবিবাসরীয় এনকাউন্টারে বিশ্বকাপের প্রথম ম্যাচেই লজ্জার হারের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। ১০ উইকেটে ম্যাচ জিতে দুর্দান্তভাবে সফর শুরু করেছে পাকিস্তান। টসে হারার পরেও গতকাল রোহিত, রাহুলদের নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছিল ভারতীয় সমর্থকরা, কিন্তু শাহীন শাহ আফ্রিদির প্রথম স্পেলই ভারতের সেই সমস্ত আশায় জল ঢেলে দেয়। নিজের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন ফর্মে থাকা রোহিত শর্মাকে।
কার্যত এই বাঁহাতি গতি তারকা’র বল বুঝতেই পারেননি রোহিত। কিছু করার আগেই তা সোজাসুজি এসে আছড়ে পড়ে হিটম্যানের প্যাডে, ফলত আঙ্গুল তুলতে কোন অসুবিধা হয়নি আম্পায়ারের। এরপর তৃতীয় ওভারে ফের বড় ঝটকা খায় মেন ইন ব্লু। কারণ নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ভারতের বিধ্বংসী ওপেনার কে এল রাহুলকেও ফিরিয়ে দেন আফ্রিদি। তার প্রথম উইকেট নিয়ে কোনোরকম বিতর্ক তৈরি না হলেও এই দ্বিতীয় শিকার নিয়ে যথেষ্ট বিতর্কের মুখে পড়তে হলো আম্পায়ারদের। ১৪১ কিলোমিটার গতিবেগের এই বল কিছুটা বাইরে যাবে ভেবেই ব্যাট চালিয়েছিলেন রাহুল। কিন্তু বল ভিতরে ঢুকে আসে, ফলত ছিটকে যায় ভারতের এই ডানহাতি ব্যাটারের উইকেট।
এ পর্যন্ত সবই ছিল ঠিকঠাক। কিন্তু সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের বক্তব্য এই বলটি আসলে ছিল নো বল। যা আম্পায়ারদের চোখ এড়িয়ে গিয়েছে, আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন সকলেই। যদিও প্যাভিলিয়নে যাওয়ার আগে একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন রাহুল। আম্পায়ারের সিদ্ধান্ত আসার পরেই অবশেষে ফিরে যান তিনি। কিন্তু এই বলটি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কালকের ম্যাচ দেখতে হলে ভারতের জন্য সবচেয়ে বড় দুই ধাক্কা ছিল রোহিত এবং রাহুলের উইকেটই।
https://twitter.com/Anurag03Rao/status/1452290591254093828?t=_j5tI7iZlmkXfTxbIuZ5sw&s=19
সবশেষে অবশ্য বিরাট কোহলি এবং পান্থের লড়াইয়ে ১৫১ রানে পৌঁছায় ভারতীয় দল, কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে এদিন বেশি বেগ পেতে হয়নি পাকিস্তানকে। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের জোড়া হাফ সেঞ্চুরির দৌলতে খুব সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।