নতুনদের পেয়েই পর হয়ে গেল পুরনোরা? ‘মহাপীঠ তারাপীঠ’ বন্ধ হওয়ার গুঞ্জনে দর্শকদের তোপের মুখে চ‍্যানেল

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন সিরিয়াল এসেই চলেছে স্টার জলসায় (star jalsha)। জি বাংলার সঙ্গে এঁটে উঠতে বদ্ধপরিকর প্রথম সারির এই জনপ্রিয় চ‍্যানেল। নতুন সিরিয়ালগুলি সফলও হয়েছে বটে বেশি টিআরপি আনতে। কিন্তু পুরনো সিরিয়ালগুলি? এক সময়ে যাদের কাঁধে ভর দিয়ে লড়াই চালাচ্ছিল চ‍্যানেল, এখন সুদিন আসতেই ভুলে গেল তাদের? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ দর্শক।

তাদের ক্ষোভের অবশ‍্য কারণও রয়েছে। কারণ প্রায় দিনই গুঞ্জন ভেসে আসছে কোনো না কোনো সিরিয়াল শেষ হওয়ার। এই তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছে ‘মহাপীঠ তারাপীঠ’ (mahapith tarapith)। এমনকি উইকিপিডিয়াতে সিরিয়ালে শেষ সম্প্রচারের দিন পর্যন্ত ধার্য করা হয়ে গিয়েছে। উইকিপিডিয়া অনুসারে, আগামী ৪ ঠা ফেব্রুয়ারিই নাকি শেষ হচ্ছে এই সিরিয়াল।

1618299368 new project 63
গুঞ্জন আরো বেড়েছে, কারণ যে সময়ে মহাপীঠ তারাপীঠ সম্প্রচারিত হয় অর্থাৎ রাত দশটায়, সেই সময়ে দেখা যাবে ‘গঙ্গারাম’। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ আসছে চ‍্যানেলে। নতুন সিরিয়ালটির জায়গা হয়েছে রাত সাড়ে নটায়। তাই গঙ্গারামকে পিছিয়ে দেওয়া হয়েছে দশটার স্লটে। তাহলে মহাপীঠ তারাপীঠ? এখনো পর্যন্ত কোনো সময়ই ঘোষনা হয়নি এই পুরনো সিরিয়ালের জন‍্য।

তবে চ‍্যানেলের তরফে এখনো সিরিয়াল শেষ হওয়ারও কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি। সংবাদ মাধ‍্যমকে পর্দার বামাক্ষ‍্যাপা ওরফে অভিনেতা সব‍্যসাচী চৌধুরী জানান, তাঁর কাছেও কোনো খবর এসে পৌঁছায়নি। শুধু জানা গিয়েছে যে সময় বদলাবে। উল্লেখ‍্য, একটা সময়ে চ‍্যানেল টপার হয়ে ভালোই টিআরপি এনে দিয়েছে মহাপীঠ তারাপীঠ। আজ নতুনদের পেয়ে পুরনোদের ভুলে গেল স্টার জলসা? দর্শকদের দাবি, এমন ভাল একটা সিরিয়ালের সঙ্গে অবিচার না করে বরং নতুন সময় ঘোষনা করা হোক।

Niranjana Nag

সম্পর্কিত খবর