অর্জুন অধ্যায় শেষ, এবার এই প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়ালেন মালাইকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিনোদনের সঙ্গে ক্রিকেট দুনিয়ার সম্পর্ক বহু পুরনো। অতীতে বলিউডের একাধিক নায়িকা মন দিয়েছেন ক্রিকেটারদের। কারোর কারোর সংসার তৈরি হয়েছে, অনেকের আবার প্রেম ভেঙেও গিয়েছে। সেই চল এখনো অব্যাহত বলিউডের অন্দরে। এবার আবারো এক প্রাক্তন ক্রিকেট তারকার সঙ্গে নাম জড়াল ইন্ডাস্ট্রির খ্যাতনামা মডেল নায়িকার (Malaika Arora)। গত বছরই দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন তিনি।

ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা (Malaika Arora)

কথা হচ্ছে মালাইকা অরোরার (Malaika Arora) বিষয়ে। বলিউডের অন্দরে তীব্র গুঞ্জন, মডেল অভিনেত্রী নাকি আবারো মন দিয়েছেন কাউকে। তবে এবার আর কোনো অভিনেতা নয়, বরং বাইশ গজের তারকা কুমার সাঙ্গাকারাকে। সদ্যই চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন মালাইকা (Malaika Arora)। গ্যালারিতে তাঁর পাশেই দেখা গিয়েছিল কুমার সাঙ্গাকারাকে। বলা বাহুল্য, সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সেই সঙ্গেই প্রশ্ন ওঠে, মালাইকা এবং শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকার ‘সম্পর্ক’ নিয়ে।

Is malaika arora dating this ex cricketer

বিষ্ফোরক পোস্ট অর্জুনের: নয়া গুঞ্জন নিয়ে যখন ইন্ডাস্ট্রি সরগরম, ঠিক তখনই আরেকটা বোমা ফেললেন মালাইকার (Malaika Arora) প্রাক্তন অভিনেতা অর্জুন কাপুর। দীর্ঘ প্রায় ছয় বছরের সম্পর্কের পর ২০২৪ এ আলাদা হয়ে যান মালাইকা অর্জুন। বিচ্ছেদের গুঞ্জনে একপ্রকার শিলমোহর দিয়ে এক অনুষ্ঠানে নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্টে নতুন করে শুরু হল জল্পনা।

আরো পড়ুন : ভূমিকম্পের বছর! মায়ানমারে বিপর্যয়ের পর এবার এই দ্বীপে ভয়াবহ কম্পন, জারি সুনামি সতর্কতা

কী লিখলেন মালাইকার প্রাক্তন: সোশ্যাল মিডিয়া স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন অর্জুন। সেখানে লেখা, ‘কোনো কিছুতেই ধৈর্য ধরে রাখার মূলমন্ত্র হল বিষয়টিকে মেনে নেওয়া এবং বিশ্বাস। যেটা যেমন সেটাকে তেমন ভাবে গ্রহণ করতে হবে, নিজের চারপাশের জগৎটাকে বাস্তব ভাবে দেখতে হবে। নিজের উপরে এবং নিজের বেছে নেওয়া পথের উপরে বিশ্বাস রাখতে হবে’। প্রসঙ্গত, এর আগে অবসাদের কথা বলে চর্চায় উঠে এসেছিলেন অর্জুন। মালাইকার (Malaika Arora) সঙ্গে তাঁর বিচ্ছেদের পর তিনি অবসাদে ভুগতে শুরু করেছেন কিনা, সেই সন্দেহও করেছিলেন অনেকে। তবে এখনো পর্যন্ত এই বিচ্ছেদ নিয়ে সরাসরি মন্তব্য করতে শোনা যায়নি অর্জুনকে।

আরও পড়ুন : বিষ্ণোই-বিতর্কেই কোণঠাসা বলিউডে? ‘সিকন্দর’র ব্যর্থতায় সলমন বললেন…

প্রসঙ্গত, সম্প্রতি মালাইকা (Malaika Arora) এবং সাঙ্গাকারার একসঙ্গে ছবি ভাইরাল হতে মডেল অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মুখ খোলেন এ বিষয়ে। সূত্রের তরফে জানানো হয়, দুজন ব্যক্তি একসঙ্গে পাশাপাশি বসে রয়েছেন বলেই যে তারা ডেট করছেন এমন কোনো কথা নেই। এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছেন ওই সূত্র।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X