রোহিত-বিরাটের পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন শামি? কী জানালেন তারকা ফাস্ট বোলার?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মাত্র কয়েক দিনের ব্যবধানেই টেস্ট ফরম্যাট থেকে অবসরে নিয়েছেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার। প্রথমে রোহিত শর্মা আচমকাই টেস্ট থেকে অবসরের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিলেন। তারপরই একই পথে হেঁটেছেন বিরাট কোহলিও। এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই টিম ইন্ডিয়ার আরও এক তারকা খেলোয়াড়ের টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হতে থাকে। মূলত, মহম্মদ শামির (Mohammed Shami) বিষয়েই এহেন জল্পনা শুরু হয়।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন শামি (Mohammed Shami):

এদিকে, এহেন জল্পনা সামনে আসার পরেই ক্রিকেট অনুরাগীদের মনে চিন্তার উদ্রেক ঘটে। ঠিক এই আবহেই নীরবতা ভেঙে শামি (Mohammed Shami) নিজের প্রতিক্রিয়া জানালেন। তিনি ইনস্টাগ্রামে একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, “শাবাশ মহারাজ। আপনার চাকরির দিনও গণনা করুন, কত দিন আছে। পরে আপনি আমাদের দেখাশোনা করতে পারেন। আপনাদের মতো লোকেরা ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। অন্তত মাঝে মাঝে ভালো কিছু বলুন। দিনের সবচেয়ে খারাপ স্টোরি, দুঃখিত।”

Is Mohammed Shami going to retire from test cricket.

ইংল্যান্ড সফরে শামির ভালো পারফরম্যান্সকে ঘিরে আশাবাদী অনুরাগীরা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘদিন পর চোট থেকে ফিরে আসা মহম্মদ শামি (Mohammed Shami) লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও ভালো পারফর্ম করবেন বলে অনুমান করা হচ্ছে। এই মুহূর্তে শামি টিম ইন্ডিয়ার অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচিত হন। ৩৪ বছর বয়সী এই ফাস্ট বোলার একা হাতে অনেক ম্যাচ জিতেছেন।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে উগরেছেন বিষ! আফ্রিদি হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী? পড়শি দেশে হইচই

এদিকে, আসন্ন ইংল্যান্ড সফরের জন্যও তিনি (Mohammed Shami) কঠোর পরিশ্রম করছেন। ঠিক এই আবহেই তিনি নিজের বিরুদ্ধে নেতিবাচক কথা শুনে বিষয়টির কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর ক্ষোভ প্রকাশ করতেন।

আরও পড়ুন: টেস্টে থাকবেন না রোহিত-বিরাট! ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ায় কারা পাবেন সুযোগ? জানুন বিশদে

টেস্ট ক্রিকেটে শামির পারফরম্যান্স: উল্লেখ্য যে, টেস্ট ক্রিকেটে শামির (Mohammed Shami) পারফরম্যান্সের কথা বলতে গেলে জানাতে হয় ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত তিনি দেশের হয়ে ৬৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ইতিমধ্যেই শামি ১২২ টি ইনিংসে ২৭.৭১ গড়ে ২২৯ টি উইকেট হাসিল করেছেন। টেস্ট ক্রিকেটে শামি ৬ বার ৫ উইকেট এবং ১২ বার ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। টেস্ট ফরম্যাটে এখনও পর্যন্ত শামির সেরা বোলিং পারফরম্যান্স হল ২৭ রানে ৬ উইকেট।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X