বাংলাহান্ট ডেস্ক : গত বছর জুলাই আন্দোলনের পর বাংলাদেশে (Bangladesh) সাময়িক ভাবে ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়ে আসা হয়েছিল নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে। জনমত নিয়েই সরকারের প্রধান উপদেষ্টা পদে বসেছিলেন তিনি। এই কয়েক মাসে বাংলাদেশের (Bangladesh) একাধিক সংষ্করণ করার কথা ছিল তদারকি সরকারের। যদিও কার্যক্ষেত্রে তেমন কিছুই হয়নি। অবশেষে এবার গুঞ্জন, পদত্যাগ করতে চলেছেন ইউনূস।
বাংলাদেশে (Bangladesh) চাপের মুখে ইস্তফা দিচ্ছেন মহম্মদ ইউনূস?
বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেখা করতে গিয়েছিলেন মহম্মদ ইউনূসের সঙ্গে। তিনি বেরিয়ে এসে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন মহম্মদ ইউনূস। উপরন্তু বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচনের জন্যও চাপ বাড়তে শুরু করেছে। এদিকে অন্তর্বর্তী সরকার আগামী বছরের আগে নির্বাচন করাতে মোটেই রাজি নয়। তবে শেষে কি চাপের মুখে পড়েই পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউনূস?
কোনো সংষ্কারই করেনি তদারকি সরকার: নতুন বাংলাদেশ (Bangladesh) গড়ার লক্ষ্য নিয়েই গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নেতৃত্বে দেশজুড়ে একাধিক সংষ্কার, উন্নয়ন সাধনের কথা ছিল। কার্যক্ষেত্রে যদিও তার কোনোটাই দেখা যায়নি। শুধুমাত্র আওয়ামী লীগ তথা হাসিনাপন্থী প্রশাসনিক কর্তাদের সরিয়ে তাদের জায়গা দখল করেছেন ইউনূস ঘনিষ্ঠরা। উপরন্তু যে জনসমর্থন নিয়ে সরকারের প্রধান হয়েছিলেন ইউনূস, তাও এখন অস্তগত। প্রায়ই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হচ্ছে।
আরো পড়ুন : দশক পেরিয়ে বদলে যাচ্ছে কেবিসির সঞ্চালক! অমিতাভ নন, এবার থেকে সলমনই সামলাবেন শো?
নির্বাচন নিয়ে বেড়েছে চাপ: এর মাঝেই সম্প্রতি বাংলাদেশে (Bangladesh) নির্বাচন নিয়ে জোর দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য চাপ বাড়িয়েছেন তিনি। তারপরেই হঠাৎ করে পদত্যাগের জল্পনা বেড়েছে ইউনূসের (Bangladesh)। শোনা যাচ্ছে, আগামীকাল শনিবারই নাকি পদ ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, সবটাই নাকি ইউনূসের ‘নাটক’।
আরো পড়ুন : TRP-তে পিছিয়ে, ‘কুসুম’ আসতেই স্লট ছাড়তে হচ্ছে জি এর এই সিরিয়ালকে
এক আওয়ামী লীগ পন্থী ব্যারিস্টার নিঝুম মজুমদারের পোস্ট অনুযায়ী, এই পদত্যাগের ইচ্ছা ইউনূসের আরেকটি ‘চাল’ ছাড়া কিছুই নয়। বাংলাদেশের সেনাপ্রধান ‘নিপাট ভদ্র’ হওয়ায় তাঁকে ‘ইমোশনাল ব্ল্যাকমেল’ করতেই নাকি এই পরিকল্পনা ইউনূসের। তাঁর এখন প্রধান লক্ষ্য খলিল, আসিফ এবং মাহফুজকে রক্ষা করা।