বলিউডে পা রাখার আগেই সম্পর্কে জড়ালেন অমিতাভ-নাতনি! প্রেম করছেন নভ‍্যা-সিদ্ধান্ত চতুর্বেদী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগৎ থেকে দূরে থেকেও কীভাবে জনপ্রিয়তা ধরে রাখতে হয় তা বারে বারে প্রমাণ করেন নভ‍্যা নভেলি নন্দা (navya naveli nanda)। বচ্চন পরিবারের সদস‍্য হয়েও দাদু, দিদিমার মতো অভিনয়ে এখনো পর্যন্ত আসেননি তিনি। কিন্তু সোশ‍্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা কিন্তু ঈর্ষনীয়। অনুরাগীদের জন‍্য ব‍্যক্তিগত জীবনের টুকটাক আপডেট শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি শোনা গিয়েছে, সম্পর্কে জড়িয়েছেন নভ‍্যা।

প্রেমিক মানুষটিও অভিনয় জগতেরই। তিনি সিদ্ধান্ত চতুর্বেদী (siddhant chaturvedi)। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে দুটি সাদা কালো ছবি শেয়ার করেছেন নভ‍্যা। নিভৃতে সময় কাটানোর মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন তিনি। অমিতাভ বচ্চনের নাতনির সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। কমেন্ট করেছেন দীপিকা পাডুকোনও।


যাবতীয় গুঞ্জনের সূত্রপাত এই পোস্ট থেকেই। এক নেটনাগরিক কমেন্ট করেছেন, ‘আমার মনে হয় নভ‍্যা ও সিদ্ধান্ত চতুর্বেদী সম্পর্কে রয়েছেন। কারণ দুজনেই একই ধরনের ছবি, ভিডিও পোস্ট করেন, তাও আবার প্রায় একই দিনে। যেহেতু সিদ্ধান্ত ও দীপিকা একসঙ্গে ছবি করছেন তাই তিনি নভ‍্যার পোস্টে কমেন্ট করেছেন।’

https://www.instagram.com/p/CY53ylLPSvQ/?utm_medium=copy_link

প্রসঙ্গত, ২০২০ সালে নিউ ইয়র্কের ফোর্ডহ‍্যাম বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হয়েছেন নভ‍্যা। স্বাস্থ‍্য ক্ষেত্রে নিজের কেরিয়ার শুরু করেছেন তিনি। অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো নয়, বরং নিজের মর্জি মতো কাজই বেছে নিয়েছেন নভ‍্যা। ‘আরা হেলথ’ নামে একটি অনলাইন প্ল‍্যাটফর্ম শুরু করেছেন অমিতাভ নাতনি।


স্বাস্থ‍্য বিষয়ক নানা সমস‍্যা ও অন‍্যান‍্য বিষয় নিয়ে আলোচনা হয় এখানে। পাশাপাশি প্রোজেক্ট নভেলি নামে একটি অলাভজনক সংস্থাও চালান নভ‍্যা। এখানে মহিলাদের সব রকম সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে নারী পুরুষের সমানাধিকারের বিষয়ে কাজ করা হয়। এখনো তাঁর বলিউডে ডেবিউয়ের ব‍্যাপারে কোনো ঘোষনা করা হয়নি।

X