নোবেলজয়ীরা নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন? প্রশ্ন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন বাংলার নোবেলজয়ীরা? এমনই প্রশ্ন করে চমকে দিলেন তিনি। এজলাসে বসেই এদিন জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বিচারপতি বলেন, ‘নোবেলজয়ীরা তো অনেক বিষয়েই কথা বলেন, তাই এটা নিয়েও তাঁরা কিছু বলেন কিনা জানতে চাইছিলাম।’ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তার মন্তব্যের কার্যত জবাব দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনই মন করছে ওয়াকিবহাল মহল।

বুধবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলার সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ‘নোবেলজয়ীরা স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে কিছু বলছেন নাকি? অমর্ত্য সেন রয়েছেন, যিনি প্রতীচি ট্রাস্ট গড়ে কাজ করছেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) রয়েছেন। আমার জানার কৌতূহল, স্কুলে নিয়োগে দুর্নীতিতে এই সব মহান স্বীকৃত শিক্ষাবিদ মানুষগুলোর দৃষ্টিভঙ্গি কী? ওঁরা তো আরও অনেক বিষয়ে কথা বলেন। তাই এটা নিয়েও কিছু বলেন কিনা, সেটাই জানতে চাইছিলাম।’

justice abhijit gangopadhyay

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের জবাবে বিকাশবাবু বলেন, ‘আমার মনে হয় অমর্ত্য সেনের বলা বিষয়ে পুরো লেখাটা পড়লে বোঝা যাবে যে ভাবে দেখানো হচ্ছে সেই ভাবে তিনি বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতীচি ট্রাস্টও কাজ করতে গিয়ে সমস্যাটা অনুভব করছে বলে আমার মনে হয়।’ বিচারপতি গঙ্গোপাধ্যায় যে অমর্ত্য সেনের (Amartya Sen) কয়েক দিনের একের পর এক মন্তব্যের উপর ভিত্তি করেই এজলাসে এই প্রশ্নটি করেন, সেটা বিকাশরঞ্জন ভট্টাচার্যের উত্তরেই কার্যত পরিষ্কার হয়ে যায়।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নোবেলজয়ী অমর্ত্য সেন বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। তবে শুধু অমর্ত্য সেন নন রাজ্যের অপর আর এক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও বহুবার মুখ্যমন্ত্রীর জনকল্যাণকামী প্রকল্পের প্রশংসা করেছেন। তবে দু’জনের কেউই রাজ্যের দুর্নীতি নিয়ে কখনও মুখ খুলেছেন বলে জানা যায়নি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভরা এজলাসে দুই নোবেলজয়ীকে নিয়ে নিজের এজলাসে এই প্রশ্ন তুলে খানিকটা কটাক্ষই করতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


Sudipto

সম্পর্কিত খবর