সলমনের শোতে আরো বাড়বে বিতর্কের ডোজ, বিগ বসে সত‍্যিই আসছেন নুসরত! অবশেষে মুখ খুললেন সাংসদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশনের সবথেকে জনপ্রিয় তথা বিতর্কিত শো ‘বিগ বস’ (Bigg Boss)। এ বিষয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয়। গত মাস থেকেই শুরু হয়েছে বিগ বসের ১৬ তম সিজন। এই সিজনের প্রতিযোগীদের তালিকা ঘোষনা হওয়ার সময় থেকেই বিতর্ক এবং জল্পনা দুটোই শুরু হয়েছিল। বলিউডের নির্বাসিত পরিচালক সাজিদ খানকে নিয়ে যেমন তুমুল বিতর্ক হয়েছিল, তেমনি টলিউডের অভিনেত্রী তথা সাংসদ নুস‍রত জাহানের (Nusrat Jahan) অংশগ্রহণ নিয়েও কম চর্চা হয়নি।

বিগ বসের প্রতি সিজনেই কোনো না কোনো বিতর্কের সূত্র থাকেই। আর নুসরতকে নিয়ে যে বিতর্কের কোনো কমতি নেই সেটা কে না জানে! তাঁর ব‍্যক্তিগত জীবনের পরতে জড়িয়ে বিতর্ক। এহেন নুসরত বিগ বসে পা রাখলে এবারের সিজন যে জমে যাবে তাতে কারোর দ্বিমত ছিল না। কিন্তু কোথায় কী?


গত ১ লা অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের সম্প্রচার। কিন্তু এখনো পর্যন্ত নুসরতের দেখা মেলেনি সলমনের শোতে। সংবাদ মাধ‍্যমের তরফে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে সাংসদ অভিনেত্রী বলেন, গেলে চার মাসের জন‍্য বাড়ি ছেড়ে দূরে থাকতে হবে। কিন্তু তিনি একজন সাংসদ। জনগণের জন‍্য দায়িত্ব রয়েছে তাঁর। নিজের ছোট ছেলের প্রতি এবং নিজের প্রতিও কিছু দায়িত্ব রয়েছে। তাছাড়া এতদিন তিনি পরিবারের থেকে দূরে থাকতেও পারবেন না বলে সাফ জানান নুসরত।

বিগ বসে নুসরতের যোগদান নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তিনি বিগ বসে না আসলেও নুসরতের সমসাময়িক একধিক অভিনেতা অভিনেত্রীরা একে একে পা বাড়াচ্ছেন বলিউডে। স্বামী যশ দাশগুপ্তের বলিউড ডেবিউয়ের প্রস্তুতি তুঙ্গে। তিনি ইতিমধ‍্যেই পাড়ি দিয়েছেন মুম্বইতে। প্রিয় বান্ধবী তনুশ্রী চক্রবর্তীও অভিনয় করতে চলেছেন সানি দেওলের সঙ্গে। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে, মিমি চক্রবর্তীও নাকি খুব শীঘ্রই অভিষেক করবেন হিন্দি ইন্ডাস্ট্রিতে।

সম্পর্কিত খবর

X