‘আমাদের প্রধানমন্ত্রী কি বাসভবনে ময়ূর নিয়ে খেলছেন?’, প্রধানমন্ত্রীকে আক্রমণ ওয়াইসির

Bangla Hunt Desk: সীমা বিবাদের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) কোণঠাসা করলেন AIMIM প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে রাশিয়ার ভারত ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন AIMIM প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

bgshfgsgbkj

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন ওয়াইসি
গত শনিবার AIMIM প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এক ট্যুইট করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করে লিখেছেন, ‘মস্কোয় আয়োজিত বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর জবানবন্দি প্রকাশ্যে আসার পরও, ভারত সরকার কেন চুপ করে আছেন? ৮ ঘণ্টা হয়ে গেল, তিনি এখনও কেন কোন পদদেক্ষ গ্রহণ করছেন না? লাদাখের ১০০০ বর্গ কিমি অঞ্চল চীন দখল করে নেওয়ার পরও প্রধানমন্ত্রী চুপ! আমাদের প্রধানমন্ত্রী কি তাঁর বাসভবনে ময়ূর নিয়ে খেলতে ব্যস্ত রয়েছেন’?

 

ভারত চীনের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক
বিগত কয়েকদিন ধরে মস্কোয় আয়োজিত এক বৈঠকে বিভিন্ন দেশের পাশাপাশি ভারত এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রীরাও অংশগ্রহণ করেছিলেন। সেখানে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে নানান বিষয়ে বৈঠক করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

কিন্তু সেখানে চীনের তরফ থেকেও বৈঠকের প্রস্তাব আসে ভারতের কাছে। রাজনাথ সিং প্রথমটায় বৈঠকে যোগদান করতে না চাইলেও, পরবর্তীতে তিনি অংশগ্রহণ করেন। শুক্রবার, রাশিয়াতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গির মধ্যে সীমান্ত বিরোধের পরিপ্রেক্ষিতে এক বৈঠক সম্পন্ন হয়।

Defence Minister Rajnath Singh talks feb24 2020 pti

এই বৈঠকে চীন সরকারের দাবী, ভারত-চীন সীমান্তে উত্তেজনা ছড়ানোর জন্য ভারতই একমাত্র দায়ী। চীন নিজেদের এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না। চীনের এই বিবৃতির পাল্টা জবাব দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, দুই দেশেরই উচিত দ্রুত শান্তি স্থাপনের জন্য কূটনৈতিক ও সামরিক বাহিনীর মাধ্যমে আলোচনায় অংশ নেওয়া।

Smita Hari

সম্পর্কিত খবর