জেলবন্দি অবস্থাতেই জোর ঝটকা! পার্থকে নিয়ে রাজ্য সরকারকে বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিগত প্রায় আড়াই বছরের অধিক সময় ধরে জেলের চার দেওয়ালের মধ্যেই দিনযাপন করছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। এবার তাঁকে নিয়েই কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ফলে তাঁর বিপদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

পার্থকে (Partha Chatterjee) নিয়ে রাজ্যকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। প্রায় তিন বছর হতে চলল তিনি জেলবন্দি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় প্রয়োজনীয় বিচার চালাতে রাজ্য সরকারকে দরকারি অনুমোদন দিতে হবে, স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি রাজেশ বিন্দল পশ্চিমবঙ্গ সরকারকে (Government of West Bengal) প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার পথ আরও প্রশস্ত হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতের সঙ্গে যুদ্ধের আবহে দেউলিয়ার পথে পাকিস্তান? ‘লোন’ চেয়ে টুইট আসতেই তোলপাড় বিশ্ব

একদা তৃণমূলের মহাসচিব, রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর এক ঝটকায় হারিয়েছেন সবকিছু! তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বও অনেক কমেছে। তবে দীর্ঘদিন ধরে এই মামলার তদন্ত ও শুনানি চললেও, বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না। কারণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন লাগত। এবার এই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিপদ আরও বাড়ল বলে মনে করছেন অনেকে।

Bail plea by Partha Chatterjee rejected in Primary recruitment scam CBI case

অন্যদিকে রাজ্যকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার নির্দেশ দিলেও পার্থ (Partha Chatterjee) এখনই জামিন পাচ্ছেন কিনা সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ফলে তাঁর জেলমুক্তির সম্ভাবনা আপাতত নেই বলে অনুমান। এই অবস্থায় এই মামলা আগামীতে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X