আচমকা স্বামীর পদবী ছেঁটে ফেললেন নিজের নাম থেকে, বিচ্ছেদের পথে নিক-প্রিয়াঙ্কা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের মরশুমের মধ‍্যেই বিচ্ছেদের গুঞ্জন বলিউডে। তিন বছরের বিয়ে ভেঙে নাকি আলাদা হয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra) ও নিক জোনাস (nick jonas)। সোশ‍্যাল মিডিয়া থেকে রাতারাতি নিকের পদবী নিজের নাম থেকে ঝেড়ে ফেলেছেন পিগি চপস। এরপরেই জল্পনা তুঙ্গে উঠেছে যে শীঘ্রই হয়তো আলাদা হয়ে যাবেন নিকিয়াঙ্কা জুটি।

সোমবার সন্ধ‍্যায় হঠাৎ করেই নেটনাগরিকরা খেয়াল করেন যে নিজের নাম থেকে ‘জোনাস’ পদবী সরিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা। বিয়ের আগে তিনিই বলেছিলেন নিজের নামের সঙ্গে কখনোই স্বামীর পদবী জুড়বেন না। কিন্তু ভোল বদলে বিয়ের পরেই তিনি হয়ে যান প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এখন আবার হঠাৎ করেই স্বামীর পদবী সরিয়ে অভিনেত্রীর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে নাম রয়েছে শুধুই প্রিয়াঙ্কা চোপড়া।

বিষয়টা লক্ষ‍্য করা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ‍্যমে। বলি তথা হলিউডের এই জনপ্রিয় জুটির বিচ্ছেদ এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকে। কিন্তু প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার বক্তব‍্য অন‍্য রকম। গুঞ্জন উড়িয়ে তিনি বলেছেন এসবই গুজব। নেটিজেনদেরও তিনি অনুরোধ করেছেন এই ধরনের গুজব না ছড়াতে। বলিউডে প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ বন্ধুও নাম গোপন করে জানিয়েছেন, এই গুজব ভিত্তিহীন।

উল্লেখ‍্য, এর আগেও নিক প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। সৌজন‍্যে, এক নামী ম‍্যাগাজিন। শ্বশুরবাড়ির কারোর সঙ্গেই মানিয়ে চলতে পারছেন না তিনি। সেই কারনে তাঁর উপর তিতিবিরক্ত নিকের পরিবারও। প্রিয়াঙ্কা নিকের সাংসারিক ঝামেলা ফলাও করে লেখা হয়েছিল ওই ম‍্যাগাজিনে। প্রিয়াঙ্কার আচরনে নাকি টিকতে পারছেন না নিকের পরিবার। তিনি কারোর সঙ্গেই মানিয়ে চলছেন না।


ফলস্বরূপ প্রশ্নের মুখে পড়েছে নিক ও প্রিয়াঙ্কার দাম্পত‍্য জীবনও। বিয়ের কয়েক মাসের মধ‍্যেই বিচ্ছেদের সম্মুখীন হতে চলেছেন তাঁরা, এমনটাই দাবি করা হয়েছিল ওই ম‍্যাগাজিনের তরফে।
আর্টিকেলটি নজর এড়ায়নি পিগি চপসেরও। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে সর্বসমক্ষে ওই ম‍্যাগাজিনের নাম উল্লেখ করে বলেছিলেন যা যা লেখা হয়েছে সব মিথ‍্যে।

প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, নিককে বিয়ে করে তিনি খুব সুখী। তাঁর শ্বশুরবাড়ির সকলে খুবই ভাল, তাঁকে আদরে যত্নে রেখেছে। তিনিও চুটিয়ে সংসার করছেন। তাই এই সব ভুয়ো খবরে কান না দেওয়ার অনুরোধ করেছিলেন প্রিয়াঙ্কা। তবে এখন আচমকা স্বামীর পদবী কেন সরালেন সে বিষয়ে এখনো মন্তব‍্য করেননি প্রিয়াঙ্কা।

X