সিরিয়াল ছেড়ে খবরে চোখ, মুখ ফেরাচ্ছেন দর্শকরা, আরজিকর কাণ্ডে প্রভাব পড়ছে টেলিপাড়ায়!

বাংলাহান্ট ডেস্ক : মানুষ কি সিরিয়াল (Serial) দেখার আগ্রহ হারাচ্ছেন? ক্রমশ কমতে থাকা টিআরপি (TRP) ইঙ্গিত দিচ্ছে সে দিকেই। উপরন্তু আরজিকর কাণ্ড বড়সড় প্রভাব ফেলেছে বিভিন্ন মহলে। ছাপ পড়েছে টেলিপাড়াতেও। সাম্প্রতিক ঘটনার সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের উপরে নির্যাতন এবং প্রতিবাদের গল্প জায়গা পাচ্ছে সিরিয়ালে (Serial)। কিন্তু আরজিকর (RG Kar Case) এর আঁচ কি পড়েছে টিআরপিতে? কী বলছে স্টুডিও পাড়া?

সিরিয়াল (Serial) ছেড়ে খবর দেখছেন দর্শকরা

মূলত বাঙালির সন্ধ্যেটা দখল করে রাখে বিভিন্ন চ্যানেলের সিরিয়াল (Serial) গুলি। কিন্তু আরজিকর এর ঘটনার পর থেকে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন হচ্ছে সমগ্র রাজ্যে। বিশেষ করে ১৪ ই অগাস্ট, ৪ ঠা সেপ্টেম্বর, ৮ ই সেপ্টেম্বর এর মতো দিনগুলিতে রাত দখল এর মতো কর্মসূচিগুলি নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন মহলে। ঘরে ঘরে বাড়ছে সংবাদ দেখা, শোনার প্রবণতা। এর ছাপ কি কোনো ভাবে সিরিয়ালের (Serial) টিআরপিতে পড়ছে?

   

আরো পড়ুন : অভিষেক-শ্বেতা ছাড়াও বাড়িতে আরেক শিশু! গোপন কথা ফাঁস, অশান্তি চরমে ওঠে অমিতাভ-জয়ার

প্রতিবাদে সামিল টেলিপাড়াও

এমনিতেই বিগত এক বছরে সিরিয়ালের (Serial) টিআরপি কমেছে লক্ষণীয় ভাবে। এক বছর আগেও যেখানে বাংলা সেরা সিরিয়ালগুলির টিআরপি থাকত ১০ এর উপরে, সেখানে এখন টেনেটুনে ৭ পেরোতে পারছে বিভিন্ন সিরিয়ালের (Serial) নম্বর। উপরন্তু বিভিন্ন প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পা মেলাতে দেখা যাচ্ছে টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীদেরও। আরজিকর কাণ্ডে কি সিরিয়ালের নম্বরে আরো প্রভাব পড়েছে?

আরো পড়ুন : ক্রিকেটার থেকে সঞ্চালক, আয়করই দেন কোটির উপরে! কত সম্পত্তির মালিক সৌরভ, জানেন?

আঁচ পড়ছে টিআরপিতে

সংবাদ মাধ্যমের প্রশ্নে প্রযোজক তথা পরিচালক সুশান্ত দাস বলেন, তাঁর এমন কিছু মনে হয় না। আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যে দিনগুলিতে সন্ধ্যায় কিছু ঘটছে বা কেউ কিছু বলছেন, সে দিনগুলিতে কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে। তবে সর্বসাকুল্যে খুব বেশি হেরফের হয়নি। আরজিকর এর ঘটনা সিরিয়ালের (Serial) নম্বরে তেমন কিছু প্রভাব ফেলেনি বলেই বক্তব্য সুশান্ত দাসের।

Serial

তাঁর কথার প্রতিফলনই দেখা গেল অভিনেতা হানি বাফনার মন্তব্যে। তাঁর কথায়, আরজিকর এর ঘটনা নিয়ে তাঁরাও চিন্তিত। তবে এই ঘটনা সিরিয়ালের টিআরপির উপরে প্রভাব ফেলবে বলে তাঁর মনে হয় না। হানির কথায়, খবরের চ্যানেলগুলির সারা বছর আরো খবর থাকে। খেলার সিজন থাকলেও তা প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে যে দিনগুলিতে বড় কোনো ঘটনা ঘটছে সেদিন প্রভাব পড়লেও পড়তে পারে। তবে সার্বিক ভাবে তেমন কোনো প্রভাব পড়েনি। ‘কথা’ অভিনেত্রী সুস্মিতা দে বলেন, আরজিকর এর ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়। তবে টিআরপিতে এর প্রভাব পড়েছে বলে তাঁর মনে হয় না। বৃহস্পতিবার যে চার্ট এসেছে তাতে অন্যান্য মাসের তুলনায় তেমন প্রভাব পড়েছে বলে মনে হয় না। বরং সুস্মিতার মতে, এই অশান্ত সময়ে তাঁদের সিরিয়াল কিছুটা হলেও মানুষের মন হালকা করবে।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর