বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) অন্যতম প্রিয় মাঠ ইডেন গার্ডেন্স এবং প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে আজ সেই দলের বিরুদ্ধেই ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। বর্তমানে মুম্বাই লীগ থেকে বাইরে হয়ে গিয়েছে। তারপরও অধিনায়ক নিয়ে বিতর্কের কারণে বেশ চর্চায় তারা। রোহিতের পরিবর্তে হার্দিককে অধিনায়ক করার পর থেকেই সমস্যা বেড়েছে। সমর্থকরাও ভারী ক্ষুব্ধ ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের পর।
এমন অবস্থায় হার্দিকের ওপর যেমন চ্যালেঞ্জ রয়েছে কলকাতায় ম্যাচ জেতা। অবশ্য শুধু ম্যাচ জিতলেই হবেনা, সাথে তাকে রান পেয়ে হবে এবং উইকেটও নিতে হবে। তবেই কাটবে খরা। অন্যদিকে রোহিতকে রান করতেই হবে। ইডেনে তার প্রিয় মাঠে চ্যালেঞ্জ থাকবে বড় অংকের স্কোর করার।
ম্যাচের আগে রোহিত শর্মাকে কথা বলতে দেখা যায় কলকাতার ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সাথে। সেই ভিডিও এখন ইন্টারনেটে বেশ ভাইরাল। রোহিত এবং অভিষেকের মধ্যে কথোপকথনের কিছু কথা রেকর্ডও হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে সেই ভিডিও। যদিও তাদের কথা পরিস্কার শোনা যায়নি, তবে যেটুকু শোনা যাচ্ছে জল্পনা উস্কে দেওয়ার জন্য সেটুকুই যথেষ্ট।
পুরোটা স্পষ্ট না হলেও ততটুকু বোঝা যাচ্ছে তাতে রোহিত বলছেন, ‘দলের একটা একটা জিনিস বদলে যাচ্ছে। ওটা ওদের উপর, আমার কিছু যায় আসে না। আমি তো কোথাও যাচ্ছি না। যাই হোক না কেন, ওটা আমার বাড়ি। মন্দিরটা আছে সেটা আমি বানিয়েছে। আমার কী, এটা তো আমার শেষ।’ যদিও গোটা ভিডিওটিতে প্রচুর কাট রয়েছে। অর্থাৎ আরও কথা বলেছেন রোহিত। সেসব কেটে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিষেক নায়ারের কোনও বক্তব্যও এই ভিডিওতে শোনা যায়নি।
0:01 Ek ek chiz change ho raha hai,
0:04 Wo unke upar hai mujhe faraq nhi padta
0:08 Mai to kahi jane nhi wala.
0:12 Jo bhi hai wo mera ghar hai bhai.
0:15 Jo temple maine banaya hai.
0:18 Mujhe kya ye to mera last h.
0:30 Next Year KKR me aa jaunga.@KKRiders‘s deleted video pic.twitter.com/GNxCTYessC— Prąɬყųʂɧ❤️ (@PratyushKumar45) May 10, 2024
উল্লেখ্য যে, এই ভিডিওটি সবার প্রথম সামনে আনে কলকাতা নাইট রাইডার্স। তবে পরে বিষয়টার গুরুত্ব বুঝতে পেরে ভিডিওটি ডিলিট করে দেয় কেকেআর। তবে ততক্ষণে যতটা ভাইরাল হওয়ার তা হয়ে গেছে। অনুরাগীদের ধারণা, খুব সম্ভবত মুম্বাই ইন্ডিয়ানসের কথাই বলছিলেন রোহিত। তবে কি মুম্বাইয়ের হয়ে এটাই তার শেষ খেলা। এরপর কি আইপিএল ছেড়ে দিচ্ছেন অধিনায়ক? জল্পনা তুঙ্গে।