সব্যসাচীর মনে নতুন কেউ, মেনে নিতে পারবেন তো? ঐন্দ্রিলার মা বললেন, ‘ও কিন্তু এখনও…’

বাংলাহান্ট ডেস্ক : সময় থেমে থাকে না কারোর জন্য। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয় স্মৃতি। মনের এক কোণে থেকে যার এক একটা ঝাপসা মুখ। টলিপাড়ার ক্ষেত্রে বিষয়টা এমনি। বহু মানুষকে হারিয়েছে এই ইন্ডাস্ট্রি। তাঁদের মধ্যে একজন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাও দেখতে দেখতে দু বছর কেটে গেল তাঁর মৃত্যুর পর। বিনোদুনিয়ায় ফিকে হয়েছে তাঁর স্মৃতি। কিন্তু প্রেমিক সব্যসাচী চৌধুরী? তিনি কি আজও ‘দায়িত্ব’ পালন করে চলেছেন অভিনেত্রীর পরিবারের প্রতি?

ঐন্দ্রিলার (Aindrila Sharma) পরিবারের সঙ্গে এখনো যোগাযোগ রাখেন সব্যসাচী?

দ্য ওয়াল এর সঙ্গে সাক্ষাৎকারে ঐন্দ্রিলার (Aindrila Sharma) মা বলেন, তাঁদে মেয়ে আর না থাকলেও তাঁর স্বপ্নপূরণে উদ্যোগী হয়েছেন সকলে। ঐন্দ্রিলার স্বপ্ন ছিল একটি প্রযোজনা সংস্থা খেলার। তাঁর দিদি সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে খুলেছেন একটি প্রযোজনা সংস্থা। অর্থনৈতিক এবং অন্য সব রকম সাহায্য দিয়ে এই সংস্থাটিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। তবে পাশে আছেন সব্যসাচীও।

Is sabyasachi still in touch with aindrila sharma family

ক্যামেরার সামনে আসেন না: ঐন্দ্রিলার (Aindrila Sharma) মা বলেন, সব্যসাচী তাঁদের পাশেই আছেন। ফোন করেন, প্রয়াত অভিনেত্রীর দিদির কোনো সাহায্য লাগলে বলে দেন। কিন্তু ক্যামেরার সামনে আসেন না তিনি। ঐন্দ্রিলার (Aindrila Sharma) মৃত্যুর পরেই সোশ্যাল মিডিয়াকে চিরবিদায় জানিয়েছিলেন সব্যসাচী। সিরিয়াল ছাড়া ক্যামেরার সামনে আর দেখাও যার না তাঁকে খুব একটা।

আরো পড়ুন : হলের মধ্যেই এক মহিলা… এই ছবি দেখে প্রেক্ষাগৃহেই অসুস্থ হচ্ছে দর্শক! ব্যবসায় টেক্কা দিল ‘পুষ্পা’কে

সব্যসাচীকে নিয়ে কী বললেন শিখা দেবী: সব্যসাচী যদি কখনো জীবনটাকে ফের নতুন ভাবে সাজানোর কথা ভাবেন, ঐন্দ্রিলার (Aindrila Sharma) মা পাশে থাকবেন তো? নেটপাড়ায় যে আক্রমণের মুখে পড়বেন তিনি তা বলা বাহুল্য। কিন্তু শিখা দেবী দাঁড়াবেন তো সব্যসাচীর পাশে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে গলা কেঁপে যায় প্রয়াত অভিনেত্রীর মায়ের।

আরো পড়ুন : রানি মুখার্জির সঙ্গে “অবৈধ সম্পর্ক”, স্ত্রীর সঙ্গে গালিগালাজ! গোবিন্দাকে নিয়ে যা বললেন সুনীতা…

তিনি বলেন, সব্যসাচীর সঙ্গে তাঁদের পরিচয় ঐন্দ্রিলার (Aindrila Sharma) মাধ্যমেই। দুজনকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁদের। ‘সব্য এখনো মিষ্টি কেই…’, কথা শেষ করার আগেই গলা ধরে আসে তাঁর। অভিনেত্রীর মৃত্যুর পর আধুনিক জগতে ‘আদর্শ প্রেমিক’ এর তকমা পেয়েছিলেন সব্যসাচী। কিন্তু ভবিষ্যতে কখনো যদি নিজের জীবনটাকে নিয়ে অন্য রকম স্বপ্ন দেখেন তিনি, এই নেটপাড়াই তাঁকে মাটিতে ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর