দশক পেরিয়ে বদলে যাচ্ছে কেবিসির সঞ্চালক! অমিতাভ নন, এবার থেকে সলমনই সামলাবেন শো?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সলমন খান (Salman Khan) এবং বিগ বস যেন একে অপরের পরিপূরক। ভাইজানকে ছাড়া বিগ বস ভাবাই যায় না। বছরের পর বছর ধরে তিনি বিগ বসের মঞ্চ কাঁপিয়ে আসছেন। ভাইজানের ‘সোয়্যাগ’এ বিগ বস এক আলাদাই মাত্রা পায়। কিন্তু এবারে শোনা যাচ্ছে এক নয়া গুঞ্জন। বিগ বস ছেড়ে নাকি এবার ‘কউন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্ব সামলাবেন সলমন (Salman Khan)!

কেবিসির সঞ্চালকের আসনে বসছেন সলমন (Salman Khan)?

হঠাৎ করেই গুঞ্জন শুরু হয়েছে, সলমন নাকি এবার থেকে কেবিসির সঞ্চালনা করবেন। সলমন (Salman Khan) যেমন বিগ বসের অবিচ্ছেদ্য অংশ, তেমনি কেবিসি মানেই অমিতাভ বচ্চন। সেই ২০০০ সালে শুরু হয়েছিল কউন বনেগা ক্রোড়পতি। প্রথম সিজন থেকেই এই শোয়ের সঞ্চালনার দায়ভার সামলেছেন বিগ বি। তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় ছিল এই কেবিসি।

Is Salman khan going to be host of kbc

অমিতাভই সামলেছেন সঞ্চালনা: প্রথম সিজন থেকেই কেবিসির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মাঝে চতুর্থ সিজনে শাহরুখ খানকে সঞ্চালক হিসেবে আনা হলেও তেমন সাড়া ফেলতে পারেনি সেই সিজনটি। তারপরেই আবার ফেরানো হয় অমিতাভকে। সেই থেকে এখনো পর্যন্ত এক নাগাড়ে দর্শকদের মন জয় করে চলেছেন বিগ বি। কিন্তু এবার নাকি তাঁর জায়গা নিতে চলেছেন সলমন (Salman Khan)।

আরো পড়ুন : ‘বাংলাদেশের মিডিওকার গায়ক’, সারেগামাপা ‘আদিখ্যেতা’ করেছে! ধর্ষণে অভিযুক্ত নোবেলকে কটাক্ষ তসলিমার

কী বলছেন ভক্তরা: গুঞ্জন ছড়াতেই উৎসুক হয়ে উঠেছেন সলমন (Salman Khan) ভক্তরা। অনুরাগীদের একাংশের মতে, সলমনের উচিত বিগ বস ছেড়ে কেবিসিতে আসা। অনেকের মতেই, বিগ বসের মতো নিম্নমানের শো ছেড়ে ভাইজানের (Salman Khan) উচিত কেবিসির সঞ্চালনার দায়িত্ব নেওয়া। আবার কারোর মতে, বিগ বস ছেড়ে সলমন কোথাও যাবেন না।

আরো পড়ুন : ভারতের মাটিতে এই প্রথম, নৌসেনার শক্তিবৃদ্ধি করতে খাস কলকাতায় তৈরি বিধ্বংসী বন্দুক

প্রসঙ্গত, প্রতি বছরই সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদই শুরু হয়ে থাকে কউন বনেগা ক্রোড়পতি। কিন্তু এবছর আরো একটু এগিয়ে জুলাই মাসেই শুরু হতে চলেছে কেবিসির নতুন সিজন। সেখানে সঞ্চালকের ভূমিকায় কাকে দেখা যাবে সেদিকেই নজর থাকবে দর্শকদের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X