ভাইজানের নজর উঁচু! ক‍্যাটরিনা বিয়ে করতেই হলিউড অভিনেত্রীকে ফাঁসালেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো নাকি বান্ধবী বদলেছেন সলমন খান (Salman Khan)। এবার আর বলিউড না, তাঁর নজর সোজা হলিউডে। শোনা যাচ্ছে, নামী হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের (Samantha Lockwood) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভাইজান। যদিও বিষয়টা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সামান্থা। কিন্তু কানাঘুঁষো বলছে অন‍্য কিছু।

সম্প্রতি সলমনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সামান্থা। পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দুজনে। ক‍্যাপশনে সামান্থা জানিয়েছেন, তাঁর ভারত সফরে সলমন ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়ে তিনি খুব খুশি। পাশাপাশি ‘পার্সোনালিটি অফ দ‍্য ইয়ার’ অ্যাওয়ার্ড জেতার জন‍্য এবং তাঁর আসন্ন সমস্ত প্রোজেক্টের জন‍্য সলমনকে শুভেচ্ছা জানিয়েছেন সামান্থা।


সামান্থার সঙ্গে সলমনের নাম জড়ায় যখন তিনি অভিনেতার ৫৬ তম জন্মদিনের পার্টিতে এসেছিলেন। এক কথায় বলা যায়, তারকাদের ঢল নেমেছিল সেই পার্টিতে। প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি, বর্তমান প্রেমিকা ইউলিয়া ভান্টুর দুজনকে সঙ্গে নিয়েই পার্টিতে মেতেছিলেন সল্লু মিঞা।

https://www.instagram.com/p/CaWNvUlLcGG/?utm_medium=copy_link

তবে সবথেকে বেশি নজর কেড়েছিলেন সামান্থা। পরবর্তীকালে সলমন ও শিল্পা শেট্টির সঙ্গে জয়পুরে একটি অনুষ্ঠানেও গিয়েছিলেন হলিউড অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই দুই তারকার ডেটিংয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তে দেরি হয়নি। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে মুখ খোলেন সামান্থা।
বলিউড সংবাদ মাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পালটা প্রশ্ন তোলেন, সলমন কেন? হৃতিক রোশনকে নিয়ে কেন এমন গুঞ্জন ওঠে না?

সামান্থা বলেন, “আমার মনে হয় মানুষ বেশি কথা বলে। সলমনের সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার মনে হয়েছে উনি খুব ভাল একজন মানুষ।
বিষয়টা নিয়ে এতটুকুই বলার আছে। তাই আমি জানিনা কোথা থেকে মানুষ ওই বিষয়টা খুঁজে পেল। আমার ওঁর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হৃতিকের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে। কিন্তু কেউ তো হৃতিকের ব‍্যাপারে কিছু বলে না।”

সম্পর্কিত খবর

X