বিয়ের ছবিতে বেবি বাম্প! ফারহানের নববিবাহিতা স্ত্রী শিবানী অন্তঃসত্ত্বা? কানাঘুঁষো নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক: শনিবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ফারহান আখতার (Farhan Akhtar) ও শিবানী দান্ডেকর (Shibani Dandekar)। কোনো নিয়ম কানুন নেই, রীতি অনুষ্ঠানের বালাই নেই। নিজেরাই শপথ বাক‍্য লিখে সেগুলো পাঠ করে আগামী সাত জন্মের জন‍্য একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের এই জুটি।

বিয়ের প্রথম ছবি ভাইরাল হতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে নেটমহল। কনের হটকে লুকস নজর কেড়েছে ফ‍্যাশন সচেতনদের। তবে সেই সঙ্গে আরো একটা জিনিস নজরে পড়েছে নেটনাগরিকদের একাংশের, যা নিয়ে এখন শোরগোল চলছে সোশ‍্যাল মিডিয়ায়। কনে রূপী শিবানীর প্রথম ভাইরাল ছবিতে কয়েকজনের বেবি বাম্প চোখে পড়েছে।

IMG 20220219 172245
এদিন একটি লাল সাদা ফিশটেল গাউনে সেজেছিলেন শিবানী। মাথায় লাগিয়েছেন লাল লম্বা ওড়না। ছবিগুলি ভাইরাল হতেই প্রশ্ন জুড়ে দিয়েছেন কৌতূহলী নেটীজেনরা। শিবানী কি অন্তঃসত্ত্বা? সেই জন‍্যই হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত ফারহানের? অনেকের মতে, বেবি বাম্প অনেকটাই স্পষ্ট ছবিগুলিতে। যদিও এই গুঞ্জন নিয়ে মুখ খোলা তো দূর! এখনো পর্যন্ত বিয়ের ছবিও শেয়ার করেননি ফারহান শিবানী।

খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির বাগান বাড়িতে বিয়ে সারেন দুজনে। বর কনের পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবই শুধু উপস্থিত ছিলেন বিয়েতে। ‘সুকুন’ নামের বাগান বাড়িতে একেবারে ভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান করেছেন ফারহান শিবানী।

প্রথমে শোনা গিয়েছিল, মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন দুজনে। কিন্তু পরে জানা যায়, মহারাষ্ট্রীয় বা ইসলামি কোনো রীতিতেই বিয়ে করেননি তাঁরা। বরং পরিবার পরিজনকে সাক্ষী রেখে নিজেদের লেখা শপথ বাক‍্য পাঠ করে বাকি জীবনটার জন‍্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন ফারহান শিবানী। অভিনেতার বাবা জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার একটি সুন্দর কবিতা পড়ে শুনিয়েছেন ছেলের বিয়েতে।

অথিথিদের তালিকায় ছিলেন ফারহানের বোন পরিচালক জোয়া আখতার, সপরিবারে হৃতিক রোশন, রিয়া চক্রবর্তীর মতো তারকারা। শোনা যাচ্ছে, প্রিয় বন্ধুর বিয়েতে নেচেওছেন হৃতিক। অন‍্যদিকে প্রাক বিয়ের অনুষ্ঠানেও প্রথম থেকে উপস্থিত ছিলেন শিবানীর প্রিয় বান্ধবী রিয়া চক্রবর্তী।  বিয়েতে তাঁর দেখা মিলল সাদা লেহেঙ্গায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর