মনোহরায় ফিরেই শয়তানি শুরু! সোমের ষড়যন্ত্রেই মৃত্যু হবে মিঠাইয়ের?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দু বছর পূর্ণ হতে চলল জি বাংলার প্রাক্তন চ্যাম্পিয়ন ‘মিঠাই’ (Mithai) এর। জনাইয়ের মনোহরা বিক্রেতা মেয়ের গল্প নিয়ে শুরু হয়েছিল যে সিরিয়াল, এখন অনেকটাই এগিয়ে গিয়েছে সে পরিবারের গল্প। অনেক সদস্য এসেছে, অনেক সদস্য বেরিয়ে গিয়েছে। তবে দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর ফের মিঠাইতে ফিরতে চলেছেন এক গুরুত্বপূর্ণ সদস্য সোম ওরফে অভিনেতা ধ্রুব সরকার (Dhrubo Sarkar)।

মোদক পরিবারের বড় ছেলে, সমরেশের পালিত সন্তান সোম। প্রথমে চরিত্রটি নেতিবাচক হলেও পরবর্তীকালে মিঠাইয়ের দৌলতে ইতিবাচক হয়ে যায় সোম। কিন্তু সোমের ভাল দিকটা বেশি দেখার সুযোগই পায়নি দর্শক। কারণ তখন মল্লার চরিত্র নিয়ে ‘পিলু’ সিরিয়ালে চলে যান ধ্রুব। তারপর থেকে মিঠাইতে মাত্র এক দুবার দেখানো হয়েছিল তাঁকে।


দর্শকরা একাধিক বার বলেছিলেন, সোমকে ফিরিয়ে আনা হোক। সবাই মিস করছেন তাঁকে। ধ্রুব নিজেও কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন মিঠাইতে ফিরে আসার। পিলু সিরিয়ালের শুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর তারপরেই মিঠাইতে কামব্যাক করেছেন সোম। সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, বেশ অন্য রকম লুক নিয়ে মনোহরায় ফিরে এসেছে সোম।

আর তার এন্ট্রির সঙ্গে সঙ্গেই নতুন জল্পনায় মেতে উঠেছেন দর্শকরা। অনেকে মনে করছেন, এতদিন পর সোমকে যখন ফেরানো হয়েছে তখন হয়তো আবারো তাকে নেতিবাচক চরিত্রে দেখানো হবে। ইতিমধ্যেই প্রোমোতে দেখানো হয়েছে, মিঠাইয়ের মৃত্যু হবে শেষমেষ। এখন সোমের কামব্যাকের সঙ্গে মিঠাইয়ের মৃত্যুর ঘটনাটা মিলিয়ে দুয়ে দুয়ে চার করছেন দর্শকদের একাংশ। যদিও শেষমেষ কী ঘটবে না ঘটবে তা জানা যাবে সিরিয়াল ফলো করলেই।

X