বাংলাহান্ট ডেস্ক: জল্পনা আগে থেকেই ছিল। সোমবার সেটাই সত্যি হওয়ার সম্ভাবনা দেখা দিল। তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরো বাড়িয়ে দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (srabanti chatterjee)। এদিন গোসাবায় সবুজ শিবিরের একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী। দলীয় উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তাঁর গলায়।
সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে শ্রাবন্তী বলেন, “আমি বাংলার মেয়ে। বাংলার জন্যই কাজ করতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আমাকে আপন করে নিন। আপনাদের জন্য কাজ করতে চাই।” সভামঞ্চে দলীয় উত্তরীয় পরানো হয় শ্রাবন্তী। বিধায়ক শওকত মোল্লা জানান, তৃণমূলে যোগ দিয়েছেন শ্রাবন্তী। যদিও এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট মন্তব্য করেননি অভিনেত্রী।
একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা দিয়েছিলেন শ্রাবন্তী। আট মাস পর বিজেপির সঙ্গত্যাগ করেন টলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই টুইট করে জানান এ খবর। দল ছাড়ার কারণ হিসেবে তাঁর যুক্তি, বাংলার জন্য কাজ করার কোনো ইচ্ছা বা আন্তরিকতা নেই বিজেপির মধ্যে। তাই তাঁর এই সিদ্ধান্ত।
এদিকে বিজেপি ছাড়ার দিনই আবার তৃণমূলে যোগদানের জল্পনা বাড়িয়ে দেন শ্রাবন্তী। নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে অভিমান প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। তাঁর অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলতে দেওয়া হয়নি তাঁকে।
বিজেপি ছাড়তেই সেই প্রশ্ন ওঠে আবারো। এবার কি তবে তৃণমূলমুখী শ্রাবন্তী? জল্পনা উড়িয়ে দেননি টলি অভিনেত্রী। তাঁর ছোট্ট উত্তর ছিল, ‘সময়ই উত্তর দিক’। নিজের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। এবার তৃণমূলের সভায় অভিনেত্রীর উপস্থিতি নিয়ে গুঞ্জনের আগুনেই ঘি পড়ল।