শাড়ির নীচে কি বেবি বাম্প! বিয়ের ৭ মাসেই অন্তঃসত্ত্বা শ্রীময়ী? ‘আমি তো মার্চ থেকেই…’, বোমা ফাটালেন কাঞ্চন-জায়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাত্র কয়েক মাস বিয়ে সেরেছেন। এখনো নতুন নতুন গন্ধ যায়নি। এর মাঝেই হঠাৎ নয়া গুঞ্জন কাঞ্চন মল্লিক জায়া শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj) নিয়ে। এমনিতেই তাঁদের নিয়ে আমজনতার আগ্রহ একটু বেশিই। বিয়ের আগে থেকেই চর্চায় ছিলেন কাঞ্চন শ্রীময়ী (Sreemoyee Chattoraj) জুটি। বিয়ের পরেও মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসেন তাঁরা। এবার টেলিপাড়ায় গুঞ্জন, মা হতে চলেছেন শ্রীময়ী!

বিয়ের সাত মাসেই সুখবর শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)

চলতি বছরের শুরুতেই মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাঞ্চন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পেতেই আর দেরি করেননি অভিনেতা। চট করে তৃতীয় বিয়েটা সেরে ফেলেন শ্রীময়ীর সঙ্গে। দাম্পত্য জীবনের মোটে সাত মাসই হয়েছে তাঁদের। এর মধ্যেই কি ‘গুড নিউজ’ দিতে চলেছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)?

আরো পড়ুন : রণবীর-দীপিকার দিওয়ালি ধামাকা, প্রকাশ্যে নবজাতকের প্রথম ছবি! কী নাম রাখলেন মেয়ের?

পুজোর ছবিতে স্পষ্ট বেবি বাম্প

কিন্তু হঠাৎ এমন জল্পনার কারণ কী? আসলে যাবতীয় গুঞ্জনের সূত্রপাত কালীপুজোর একটি পোস্ট থেকে। বিয়ের পর কাঞ্চনের বাড়িতে এটাই প্রথম কালীপুজো শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)। সমস্ত দায়িত্ব রয়েছে তাঁর কাঁধেই, আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। এদিন সবুজ পাড়ের বেগুনি রঙা শাড়ির সঙ্গে সোনার গয়নায় সেজেছিলেন মিসেস মল্লিক। ছবি, ভিডিও শেয়ার করতেই ভ্রু কুঁচকেছে নেটিজেনদের। ছবিতে শ্রীময়ীর বেবি বাম্প দেখা গিয়েছে বলে দাবি করেছেন অনেকে। ‘বেবি বাম্প’ আগলে তাঁর দাঁড়িয়ে থাকা ছবি দেখে অনেকের প্রশ্ন, বিয়ের সাত মাসেই মা হচ্ছেন নাকি শ্রীময়ী?

আরো পড়ুন : দু হাতে পলা বাঁধানো, বুকে লেখা ‘ওঁ’, দীপান্বিতা লক্ষ্মীপুজোয় সাক্ষাৎ দেবীরূপে ধরা দিলেন মনামী

কী উত্তর দিলেন শ্রীময়ী?

অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখতেই ঘটে বিষ্ফোরণ! নেটিজেনরা তো তাঁকে মার্চ এপ্রিল থেকেই অন্তঃসত্ত্বা বানিয়ে রেখেছে, অভিযোগ শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)। বিয়ের পর থেকে এসব জল্পনা শুনে শুনে এখন আর পাত্তা দেন না তিনি, স্পষ্ট জানালেন শ্রীময়ী। তবে কালীপুজোর ছবিতে ওই বেবি বাম্প?

Sreemoyee Chattoraj

বুঝতে পেরেই হেসে কুটিপাটি শ্রীময়ী। সবটাই শাড়ির সাজের কারসাজি, দাবি অভিনেত্রীর। আসলে সেদিন তিনি আটপৌরে করে শাড়ি পরেছিলেন। উপরন্তু শাড়িটা বেশ ভারীও ছিল। তাই ফোলা ফোলা মনে হয়েছে। সদ্য বিয়ে হয়েছে, এখন এই নতুন জীবনটা ভালো ভাবে উপভোগ করবেন। সন্তানের এখনই কোনো পরিকল্পনা নেই, স্পষ্ট জানান শ্রীময়ী।

 

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X