বাংলাহান্ট ডেস্ক : টিআরপি না উঠলেও চমকের কিন্তু শেষ নেই ‘মিঠিঝোরা’তে (Mithijhora)। জি বাংলার সিরিয়ালে বর্তমানে দেখা যাচ্ছে টানটান উত্তেজনার পর্ব। দর্শকরা মনের আশা পূর্ণ করে কোয়েলের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে রাই। অনির্বাণকেও সবার সামনে দিয়েছে উচিত শিক্ষা। অন্যদিকে এই সব ষড়যন্ত্রের অন্যতম মাথা নিজের বোন নীলুকেও এবার বাড়ি থেকে বের করে দিতে চলেছে রাইপূর্ণা। তবে এসবের থেকে একটু দূরে রয়েছে স্রোত।
বাস্তবেও প্রেম গড়িয়েছে মিঠিঝোরা (Mithijhora) জুটির
সবথেকে ছোট বোন স্রোতের জীবন এখন একটু অন্য খাতে বইছে তার দুর্ঘটনার কথা জানতে পেরে বিদেশে যাওয়া বাতিল করে ছুটে এসেছে সার্থক। স্রোতও বুঝতে পারছে, আসলে তার ভালোবাসায় বাঁধা পড়েছে সার্থক। সিরিয়ালের (Mithijhora) এই জুটি প্রথম থেকেই দর্শকদের বেশ ভালো লাগছে। স্রোত সার্থকের ‘হ্যাপি এন্ডিং’ এর দাবি জানিয়েছেন অনেকেই। কিন্তু বাস্তবেও কি দুজনের মনে দোলা দিয়েছে প্রেম?
প্রেম করছেন স্রোত সার্থক: স্রোত সার্থকের (Mithijhora) চরিত্রে অভিনয় করতে করতে বাস্তবেও কিন্তু সম্পর্কটা অন্য খাতে বইতে শুরু করেছে মৈনাক আর স্বপ্নিলার? দুজনের রিল ভিডিও আর রসায়ন দেখে এমনি সন্দেহ করছেন নেটিজেনরা। প্রায়ই একসঙ্গে ভিডিও বানাতে দেখা যায় তাঁদের। ব্যাপারটা কী?
আরো পড়ুন : প্রাক্তনের সঙ্গেই প্রেম, সোহেলের জন্মদিনে এনগেজমেন্টের ঘোষণা তিয়াশার! দ্বিতীয় বিয়ে করছেন ‘রোশনাই’?
কী জানালেন স্বপ্নিলা: সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি প্রশ্নের মুখে পড়েন মৈনাক স্বপ্নিলা জুটি। প্রথমে পরস্পরের সঙ্গে মজা মশকরা করলেও তাঁরা জানান, আসলে পরস্পরের খুব ভালো বন্ধু তাঁরা। প্রথম দিন থেকেই তাঁরা খুব ভালো মিশে গিয়েছেন। আর যত দিন যাচ্ছে রসায়নে (Mithijhora) আরো ভালো হচ্ছে।
আরো পড়ুন : নতুন সিরিয়ালে নায়কের চরিত্র, দুরন্ত TRP সত্ত্বেও ‘ফুলকি’ ছাড়ছেন অভিনেতা!
স্বপ্নিলা বলেন, ‘মৈনাক দা’ তাঁকে কিছু বলেন না। আবার মাঝে মাঝে বকেন। তবে তাঁর কথায় আভাস পাওয়া গিয়েছে, হয়তো অভিনেতার জীবনে আগে থেকেই রয়েছে কোনো বিশেষ মানুষ। তবে এ বিষয়ে খোলাখুলি কোনো মন্তব্য করেননি মৈনাক বা স্বপ্নিলা।