বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় প্রতিপক্ষকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় কোনো চ্যানেল। তাই পুরনো সিরিয়ালে (Serial) নতুন নতুন টুইস্ট আনার পাশাপাশি নতুন ধারাবাহিকের আমদানিও করছে চ্যানেলগুলি। দর্শকদের নজর কাড়তে ছোট বড় টুইস্ট আসছে বিভিন্ন সিরিয়ালে (Serial)।
ফের শেষ হচ্ছে আরেকটি সিরিয়াল (Serial)
এই মুহূর্তে প্রতিটি চ্যানেলে একগুচ্ছ নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে। স্টার জলসা চ্যানেলের কথা বললে ইতিমধ্যেই এখানে শুরু হয়েছে একটি নতুন মেগা। আরো কিছু নতুন সিরিয়াল শুরুর কথাও রয়েছে। এর মধ্যে একটি আসন্ন ধারাবাহিকের (Serial) প্রোমো সামনে এসেছে। ‘পরশুরাম আজকের নায়ক’ নামে এই ধারাবাহিকটি কোন স্লটে আসবে তা নিয়ে তো আলোচনা চলছেই। এর মাঝেই গুঞ্জন, মাত্র পাঁচ মাসেই শেষ হচ্ছে চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল (Serial)।
মাত্র পাঁচ মাসেই বন্ধ মেগা: গত সেপ্টেম্বর মাসের শেষে শুরু হয়েছিল ‘দুই শালিক’ সিরিয়াল (Serial)। দুই বোনের গল্প নিয়ে তৈরি ধারাবাহিকে তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। প্রথম দশে জায়গা করতে না পারলেও স্লট বরাবর দখলে রেখেছে সিরিয়ালটি (Serial)। কিন্তু হঠাৎ করেই দুই শালিক বন্ধের গুঞ্জনে হইচই পড়েছে দর্শক মহলে। কানাঘুষো বলছে, ক্রেজি আইডিয়াজ এর আসন্ন সিরিয়াল নাকি আটটা বা সাড়ে আটটার স্লটে আসবে। সেখান থেকে একটি মেগাকে (Serial) পাঠানো হবে সাড়ে পাঁচটায়। অর্থাৎ কোপ দুই শালিকের ঘাড়ে!
আরো পড়ুন : এক ধাক্কায় ওলটপালট সব স্লট, নতুন মেগার জন্য বিদায়ের পথে জি এর এই সিরিয়াল!
কী বলছে দর্শক: এমন গুঞ্জনে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দর্শক মহলে। এত তাড়াতাড়ি সিরিয়ালটি (Serial) শেষ করে দেওয়ার খবরে ক্ষুব্ধ দর্শকরা। তবে অনেকের মতে, এমনটা আদৌ হবে না। কারণ দুই শালিক খুব বেশি না হলেও টিআরপিতে এগিয়ে রয়েছে প্রতিপক্ষ ‘অমর সঙ্গী’র থেকে। স্লট লিডার সিরিয়ালকে (Serial) এত তাড়াতাড়ি শেষ করবে না চ্যানেল।
আরো পড়ুন : একী কাণ্ড! বঙ্গবন্ধুর বাড়িতে “গোপন” বেসমেন্ট, কি বেরোলো সেখানে থেকে? চক্ষু চড়কগাছ সকলের
প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে ক্রেজি আইডিয়াজ প্রোডাকশন হাউজের তরফে আনা হচ্ছে নতুন সিরিয়াল। সেখানে নায়ক হিসেবে দেখা যেতে পারে অভিনেতা অভিষেক বীর শর্মাকে। বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কোনো নতুন মুখকে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে।