মুখে একগাল হাসি, সিঁথি ভর্তি সিঁদুর! আনুষ্ঠানিক বিচ্ছেদের পরই বিয়ের পিঁড়িতে সৌমিত্র-র প্রাক্তন?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময় ধরেছে সুজাতা-সৌমিত্র সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি। বহুদিন আদালতে মামলা চলার পর সম্প্রতি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra khan) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের (Sujata Mondal)। সেই নিয়েও শুরু রাজনৈতিক মহলে শোরগোল। এরই মধ্যে ফেসবুকে সিদুঁরে রাঙানো সিঁথি ও একগাল হাসি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন সুজাতা। তা নিয়েই কৌতূহল জনমানসে।

মঙ্গলবার নিজের ফেসবুকে সুজাতা একটি ভিডিও পোস্ট করে। সেই পোস্টে কনের সাজে রয়েছেন সুজাতাদেবী। নববধূর মতো সিঁথি ভর্তি সিঁদুর। আর মুখে ডগমগ হাসি। কিছুটা সিদুঁর পড়েছে নেত্রীর নাকের উপর। তবে কী ফের বিয়ের পিঁড়িতে সৌমিত্রর প্রাক্তন?

   

এই জল্পনাই আরও কিছুটা উস্কে দিল পোস্টের ব্যাকগ্রাউন্ডে বজছে থাকা গান। সেখানে চলছে বাংলাদেশের জনপ্রিয় গান, ‘তুই আমার জীবন, তুই ছাড়া মরণ’। সুজাতার এই পোস্ট ঘিরেই চড়েছে কৌতূহলের পারদ। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের এক মাস পার হতে না হতেই ফের নতুন সংসার গড়তে চলেছেন সুজাতা? এই প্রশ্নই উঠে আসছে।

যদিও ওই ভিডিওতে বিয়ে নিয়ে কিছু মন্তব্য করেননি করেননি সুজাতা। পুরো বিষয়টাই ক্রমশ প্রকাশ্য বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। সুজাতার ফেসবুক পোস্ট দেখে অনেকের আবার মন্তব্য ওই ভিডিওটি আসলে সুজাতার প্রি-ওয়েডিংয়ের ফটো শ্যুটের ভিডিও। প্রসঙ্গত, দিন কয়েক আগে বিবাহ বিচ্ছেদ হয় সৌমিত্র-সুজাতার। বহুদিন থেকেই মামলা চলছিল, অবশেষে আইনত আলাদা হন এই জনপ্রিয় দম্পতি।

উল্লেখ্য, ২০১৬ সালে ভালোবাসা করে বিয়ে হয় তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সময় তৃণমূল ছেড়ে বিজেপির হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র লড়াই করেছিলেন সৌমিত্র। কিছু আইনি জটিলতার কারণে সৌমিত্র সেই সময় নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারলে তার হয়ে প্রচারে যান স্ত্রী সুজাতা। সৌমিত্রর জয়ের পেছনে সুজাতার এই প্রচারের বেশ বড় অবদান ছিল বলেই মত ওয়াকিবহাল মহলের।

soumitra sujata

সব কিছু ঠিক চলতে থাকলেও ২০২০ সালে কাহানীতে আসে নিউ টুইস্ট। সে বছর ডিসেম্বরে হঠাৎই তৃণমূলে যোগ দেন সুজাতা। প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমে সৌমিত্র ঘোষণা করেন, স্ত্রী সুজাতার সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই। এরপর বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে যান সৌমিত্র। সম্প্রতি তাতে আইনি স্বীকৃতি মেলে। তবে এরই মাঝে সুজাতার নব বধূর ছবি ঘিরে জল্পনা বাড়ল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর