রাজ্যে কমতে চলেছে গরমের ছুটি? দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস মিলতেই বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় মাসখানেক হতে চলল তাপপ্রবাহের (Heatwave) জেরে নাজেহাল দশা দক্ষিণবঙ্গবাসীর। প্রখর রোদে দু’দণ্ড বাইরে দাঁড়ানো দায়। কবে একটু বৃষ্টি হবে? এই দিকেই তাকিয়ে প্রত্যেকে। এমতাবস্থায় আশার খবর শুনিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গেই তাপমাত্রার পারদ খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে। এমতাবস্থায় অনেকেরই প্রশ্ন, তাহলে কি গরমের ছুটিও (Summer Vacation) কমে যাবে?

আসলে রাজ্যের পড়ুয়াদের তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচাতে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এই গরমে যাতে ছোট ছোট ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত। আগামী ২ জুন অবধি ছুটি ঘোষণা করা হয়েছে।

দিন কয়েক আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফ থেকে গরমের ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ২ মে থেকে ১১ মে অবধি সাময়িকভাবে ক্লাস বন্ধ থাকবে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যালয়গুলিকে জানিয়েছেন, গরমের তীব্রতা যেহেতু এখনও কমেনি, তাই বিদ্যালয়গুলি যদি চায় তাহলে গরমের দীর্ঘ ছুটির সময়সীমা বহাল রাখতে পারে।

আরও পড়ুনঃ ‘এটা তো আমাদেরই ঘর…’! সন্দেশখালির ‘আসল ঘটনা’ ফাঁস করলেন BJP-র গঙ্গাধরের স্ত্রী

এসবের মাঝেই সম্প্রতি আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জানা যাচ্ছে, বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের হাত থেকে এখনই নিস্তার পাওয়া যাবে না। অর্থাৎ ‘বৈশাখি দহনে’ আরও ফের পুড়বে বাংলা।

বৃষ্টি হলেও যেহেতু তাপমাত্রার পারদ খুব একটা নীচে নামার সম্ভাবনা নেই, সেই কারণে মনে করা হচ্ছে এখনই গরমের ছুটি কমানোর কোনও সম্ভাবনা নেই। গরমের ছুটি যেমন ঘোষণা করা হয়েছে, তেমনটাই থাকবে বলে মত ওয়াকিবহাল মহলের।

Summer Vacation

আসলে এই গরমে বাইরে বেরিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। প্রখর রোদ থেকে বাঁচতে মূলত বাড়ির ভেতরে থাকার পরামর্শই দেওয়া হচ্ছে। তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি দিতে বৃষ্টি হলেও তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানা যাচ্ছে। আর সেই কারণেই আপাতত গরমের ছুটি কমানোরও কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর