লকডাউনে মনোমালিন‍্য, দ্বিতীয় বিয়েও ভাঙছে সুনিধি চৌহানের?

বাংলাহান্ট ডেস্ক: দ্বিতীয় বিয়েও (marriage) নাকি ভেঙে যাচ্ছে বলিউড গায়িকা সুনিধি চৌহানের (sunidhi chauhan)! সম্প্রতি এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিপাড়ায়। বেশ কিছু দিন ধরেই জোর গুঞ্জন সুনিধি ও তাঁর স্বামীর সম্পর্কে ভাঙন ধরেছে। দীর্ঘ আট বছরের দাম্পত‍্য জীবন সুনিধি ও হিতেশের। সেই সম্পর্কেও এবার ফাটলের ইঙ্গিত!

Sunidhi Chauhan 2 1900x 1
সম্প্রতি হিতেশের সঙ্গে গোয়া ঘুরতে গিয়েছিলেন সুনিধি। সেখান থেকে ফেরার পরেই নাকি মনোমালিন‍্য শুরু হয় দুজনের মধ‍্যে। তাঁদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, মাঝে কিছুদিন আলাদাও থাকছিলেন সুনিধি ও হিতেশ। কিন্তু এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ‍্যমের তরফে গায়িকাকে প্রশ্ন করা হলে তিনি মুখে কুলুপ এঁটেই রেখেছেন।

https://www.instagram.com/p/B-o_YhNnMfl/?igshid=120aqzuh8wipy

এরপর একটি জনপ্রিয় সংবাদ মাধ‍্যমের তরফে সুনিধির স্বামী হিতেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হেসেই উড়িয়ে দেন এই খবর। তাঁর কথায় এসবই ভিত্তিহীন। তিনি বলেন, “আমরা দুজন একই সঙ্গে লকডাউন কাটাচ্ছি। আহলে কয়েকদিন বাড়ি পরিষ্কার করতে এতটাই ব‍্যস্ত ছিলাম যে এইসব মুখরোচক খবর পড়ার সময়ই পাইনি।”

https://www.instagram.com/p/B6GeXiPHZuo/?igshid=1ao1qomj8yrgt

তিনি আরও বলেন, সম্ভবত তাঁর পরিষ্কার করার কাজে সুনিধি খুশি নন। তাই এইসব ভুয়ো খবর ছড়াচ্ছে। তবে সুনিধির এই প্রসঙ্গে চুপ থাকার কারন কি? উত্তরে হিতেশ বলেন, “আসলে এই এটা এতটাই অপ্রাসঙ্গিক যে সেই কারনেই বোধহয় সুনিধি চুপ থাকাই ঠিক মনে করেছে।”

https://www.instagram.com/p/B5M0j47A0-q/?igshid=1g40e7f1pbogr

প্রসঙ্গত, এটা সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে পরিচালক ববি খানকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র এক বছর। তারপর ২০১২তে সঙ্গীতজ্ঞ হিতেশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন গায়িকা। ২০১৮তে জন্ম হয় তাঁদের সন্তানের।

Niranjana Nag

সম্পর্কিত খবর