গায়কে আর মন ভরছে না, এবার ডান্স কোরিওগ্রাফারের প্রেমে পড়লেন নোরা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যথেষ্ট পরিমাণ কাজ না পেলেও বলিউডে কীভাবে লাইমলাইট ধরে রাখতে হয় তা খুব ভাল ভাবেই জানেন নোরা ফতেহি (Nora Fatehi)। কয়েকটি ছবিতে অভিনয় আর আইটেম গানে নেচেই ফলোয়ার সংখ‍্যা বাড়ি ফেলেছেন তিনি। একাধিক তারকার সঙ্গে নামও জড়িয়েছে তাঁর। সম্প্রতি শোনা গিয়েছিল, জনপ্রিয় কোরিওগ্রাফার টেরেন্স লুইসের (Terence Lewis) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

আসলে ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে মালাইকা অরোরার বদলে এসেছিলেন নোরা। টেরেন্সের সঙ্গে তাঁর নাচ দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। তখন থেকেই ছড়ায় কানাঘুঁষো। সত‍্যিই কি দুজনের মধ‍্যে বিশেষ কিছু চলছে?


সম্প্রতি এক সাক্ষাৎকারে টেরেন্সের কাছে প্রশ্ন রাখা হয়েছিল‌। কোনোদিন কি ডেট করেছেন নোরাকে? উত্তরে কোরিওগ্রাফার রহস‍্য করে জানান, গোপন কথাটা নাহয় গোপনেই থাক। তিনি বরং ক‍্যামেরা বন্ধ হলেই সত‍্যি কথাটা বলবেন। এই বলেই হেসে ফেলে টেরেন্স জানান, তাঁরা শুধুই ভাল বন্ধু।

নোরার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমাদের অনস্ক্রিন রসায়ন সত‍্যিই খুব ভাল। সফথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, নোরা খুবই প্রাণখোলা একজন মানুষ। আমিও ওর উদ‍্যমটা খুব পছন্দ করি‌। নোরাও নাচ করে তাই ও এগুলো বোঝে। ও খুব পরিশ্রমীও। আমাদের সম্পর্কটা খুব ভাল।”

আসলে টেরেন্স জানান, তাঁর প্রেম জীবনটা খুবই গোলমেলে। সম্পর্কে থাকা নিয়ে তাঁর একটা ভয় কাজ করে‌। তিনি অন‍্য কাউকে বাঁধতে চান না, আর বাঁধা পড়তেও চান না। তাঁর মতে, কাউকে সত‍্যিই ভালবাসলে তাকে ছেড়ে দিতে হয়। এমন মনোভাবের জন‍্য যে অনেক হৃদয়ও তিনি ভেঙেছেন, সেকথাও অকপটে স্বীকার করেছেন টেরেন্স।

উল্লেখ‍্য, এর আগে গায়ক গুরু রানধাবার সঙ্গে নোরার সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল। দুজনে একসঙ্গে দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এমনকি প্রকাশ‍্যে নোরাকে ‘রাণী’ বলেও সম্বোধন করেছিলেন গায়ক।

X