বাংলা হান্ট ডেস্কঃ এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে আইএস (IS) জঙ্গি হিসেবে ধৃত হাওড়ার এক যুবক। ধৃতের নাম আবদুল রাকিব কুরেশি। সূত্রের খবর, জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম ও সইদকে AK-47 সরবরাহ করার কথা ছিল কুরেশির। তাঁদের জেরা করাতেই মেলে খবর। এরপর সোমবার রাতে কলকাতা পুলিশের (Calcutta Police) এসটিএফ (STF) দ্বারা মধ্যপ্রদেশ থেকে গ্রেফতারের পর এদিন তাঁদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে।
গোয়েন্দা সূত্রে খবর, আবদুল কুরেশির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ১২১, ১২১ এ-সহ একাধিক ধারায় দায়ের করা হয়েছে মামলা। তাঁর হাত ধরেই সাদ্দাম আইএস-এ যোগ দেন বলেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। প্রসঙ্গত, এর আগেই আইএস সন্দেহভাজন হিসাবে গত শুক্রবার দ্বিতীয় হুগলি সেতু থেকে মহম্মদ সাদ্দাম ও সৈয়দ আহমেদকে গ্রেফতার করে এসটিএফ। এবার তাঁদের হাত ধরেই আবদুল কুরেশির হদিস পাওয়া গেছে বলে সূত্রের খবর।
বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে ধৃত সাদ্দাম ও সৈয়দ। কুরেশির মদতেই এই সাদ্দামদের বড়সড় হামলার ছক ছিল বলেও আন্দাজ করছে গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, কুরেশিই বর্তমানে দেশের আইএস-এর অন্যতম মাথা। জানা গিয়েছে আজই কুরেশিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।
গোয়েন্দা সূত্রে খবর, ধৃত সাদ্দাম ও সইদকে জেরা করেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে তাঁদের হাতে। সেই হিসেবেই চলছে তদন্ত। আপাতত এসটিএফ সূত্রে জানা যাচ্ছে, জঙ্গি মাথা আবদুল কুরেশিকে বুধবার তোলা হবে আদালতে।