বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের জুলাই মাসে পদার্পন করেছি আমরা। এমতাবস্থায়, আজ অর্থাৎ ১ জুলাই, LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম আপডেট করা হয়েছে। এই প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, ঘরোয়া এবং বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি।
বর্তমানে দেশের রাজধানী দিল্লিতে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম রয়েছে ১,১০৩ টাকায়। পাশাপাশি, বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে ১,৭৭৩ টাকায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত জুন মাসে, বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৮৩ টাকা কমে গিয়েছিল। পাশাপাশি, গত মে মাসেও এটির দাম ১৭২ টাকা কমে যায়।
ঘরোয়া LPG-র দাম কবে বৃদ্ধি পায়: উল্লেখ্য যে, ২০২৩ সালের মার্চ মাসে ঘরোয়া LPG সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছিল। এর আগে, ২০২২ সালের জুলাই মাসে এই দামে পরিবর্তন দেখা গিয়েছিল। তখন রাজধানী দিল্লিতে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ছিল ১,০৫৩ টাকা। যা এখন পৌঁছে গিয়েছে ১,১০৩ টাকায়।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম: এদিকে, এই ধরণের সিলিন্ডারের দাম ক্রমাগত ওঠানামা করছে। দিল্লিতে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৭৬৯ টাকা। এদিকে, চলতি বছরের মার্চ মাসে, এই সিলিন্ডারের দাম বৃদ্ধি পায় এবং তা ২,১১৯.৫০ টাকায় পৌঁছে যায়।
পাশাপাশি, গত এপ্রিল এবং মে মাসে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ২,০২৮ টাকা এবং ১,৮৫৬ ৫০ টাকা। উল্লেখ্য যে, ঘরোয়া সিলিন্ডারের ওজন হল ১৪.২ কেজি, এবং বাণিজ্যিক সিলিন্ডারের ওজন হয় ১৯ কেজি।
রেট কোথায় চেক করবেন: আপনি যদি LPG সিলিন্ডারের দামের পরিবর্তন নিজেই চেক করতে চান সেক্ষেত্রে আপনি https://iocl.com/prices-of-petroleum-products-এই লিঙ্কে ক্লিক করতে পারেন। মূলত, ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে LPG-র দামের যেকোনো পরিবর্তন সম্পর্কে জানা যায়।