বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি এই বিষয়টি সামনে এসেছিল যে নয়াদিল্লি রেল স্টেশন (New Delhi Rail Station) নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেই যাত্রীদের মনে এই প্রসঙ্গে শুরু হয়েছিল প্রশ্নের ভিড়। যদিও, এবার এই বিষয়ে আসল সত্যি সামনে আনল ভারতীয় রেল (Indian Railways)। মূলত, রেলের তরফে নয়াদিল্লি রেল স্টেশন বন্ধের গুজব পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে।
পাশাপাশি, উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগামী সময়ে নয়াদিল্লি রেল স্টেশন বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কিছু রিপোর্টে বলা হয়েছিল যে নয়াদিল্লি রেল স্টেশন সংস্কারের জন্য বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু, এবার রেলের আধিকারিকদের তরফে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে।
রিপোর্টে কি বলা হয়েছিল: অনেক রিপোর্টে বলা হয়েছিল যে, নতুন দিল্লি রেল স্টেশনটি সংস্কারের জন্য কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে। ওই সময়ের মধ্যে, নয়াদিল্লি থেকে চলমান ট্রেনগুলি অন্যান্য স্টেশন থেকে পরিচালনা করা হবে। এতে সাধারণ মানুষের অসুবিধা হত। পাশাপাশি রিপোর্টে এটাও বলা হয়, ২০২৪ সালের শেষ নাগাদ এই রেলস্টেশন বন্ধ হয়ে যেতে পারে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে ভারতের গ্রুপে কার শক্তি কতটা? পাকিস্তানের পাশাপাশি চিন্তা বাড়াতে পারে এই দল
তারপর ওই স্টেশনের সংস্কারের কাজ দ্রুত শুরু হবে এবং যেটি শেষ হতে প্রায় ৪ থেকে ৫ বছর সময় লাগতে পারে। নয়াদিল্লির নতুন রেল স্টেশন ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে বলেও জানানো হয় রিপোর্ট। ওই সময়ের মধ্যে, নয়াদিল্লি থেকে চলা ট্রেনগুলি আনন্দ বিহার, হজরত নিজামুদ্দিন, রোহিলা বা গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন থেকে পরিচালনা করা হবে।
আরও পড়ুন: অন্য দেশ বানাতে চাইছে এয়ার বেস! ভেঙে খান খান হবে বাংলাদেশ, আশঙ্কা হাসিনার
কি জানালেন রেলের আধিকারিকরা: এমতাবস্থায়, সমগ্র বিষয়টি পরিপ্রেক্ষিতে উত্তর রেলের প্রধান জনসংযোগ আধিকারিক দীপক কুমার বলেছেন, “এটি স্পষ্ট করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে নয়াদিল্লি রেল স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।” মূলত, রিপোর্টে স্টেশন সংস্কারের জন্যই নয়াদিল্লি রেল স্টেশন বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছিল। যদিও, এই তথ্য সম্পূর্ণ ভুল। তবে, এটা সত্য যে সম্প্রতি রেলের তরফ ১,৩০০ টি স্টেশন পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের বাজেটেও কেন্দ্রীয় সরকার এই তথ্য দিয়েছে। এমন পরিস্থিতিতে, নয়াদিল্লি স্টেশনের পুনর্নির্মাণের কাজ আগামী সময়ে শুরু হতে পারে বলে পূর্ণ আশা রয়েছে। তবে, এর জন্য স্টেশনটি বন্ধ করার কোনো উল্লেখ নেই।