বাংলাহান্ট ডেস্কঃ আমাদের গ্রহের বাইরে কি আদেও প্রান আছে ? থাকলেও কি তারা আমাদের থেকে উন্নত? এই বিষয়ে মানুষের আগ্রহ সুদুর অতীত থেকেই। অনেকেই মনে করেন পৃথিবীর সভ্যতা আধুনিক হয়েছে এলিয়েনদের দাক্ষিন্যেই। তাদেরই একটি দলের মত মায়া, ইনকা এমনকি ইজিপ্সিয়ান সভ্যতাও নাকি এলিয়েনদের ছোঁয়ায় আধুনিক হয়েছিল। প্রাচীন মানুষেরা যাকে দেবতা বা দেব দূত বলে মনে করতেন তারা আসলে সকলেই এলিয়েন। অতীত কাল থেকে আজও তারা গোপনে আসেন পৃথিবীতে।
এবার এলিয়েনের আনাগোনা নিয়ে আরও একটি ভিডিও ভাইরাল হল। মেক্সিকোর নিউজ ওয়েবসাইট SOTT জানাচ্ছে যে,এক রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে মেক্সিকোর অতি সক্রিয় পোপোকেটাপেটল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময়। সাদা রঙের রহস্যময় এই বস্তুটি ভিনগ্রহীদের মহাকাশযান মনে করছেন অনেকেই।
পাশাপাশি অনেকে আবার এটিকে ধুমকেতু কিংবা উল্কা বলেও দাবি করেছেন। আবার কারও মতে, এটা কোনও বিমান বা উপগ্রহও হতে পারে.সোমবার রাতে স্থানীয় সময় ১১.১৮-তে ওই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। ৪০ মিনিট পরে আবারও অগ্ন্যুৎপাত হয়। ওই এলাকার আশপাশে না থাকার জন্য সবাইকে সতর্ক করে দিয়েছে প্রশাসন।
https://twitter.com/webcamsdemexico/status/1222284261052403714?s=09
কিছুদিন আগেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে পাকিস্তানের লাহোরের আকাশে এক রহস্যময় কালো রিং দেখা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই লোকেরা বিভিন্ন অনুমান করা শুরু করে। কেউ কেউ এটিকে একটি বিদেশী আক্রমণ হিসাবে ঘোষণা করলেও অনেকেই এর নাম দিয়েছিলেন “অশুভ মেঘ”।