‘সেনসিটিভ ইস্যু, রোজ বৈঠক হচ্ছে’! কলকাতায় জারি হাই অ্যালার্ট? মুখ খুললেন পুলিশ কমিশনার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আক্রমণ, পাল্টা আক্রমণ! অপারেশন সিঁদুরের পর থেকে চরমে উঠেছে ভারত-পাকিস্তানের (India-Pakistan) সংঘাত। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হতেই ফুঁসে উঠেছে পাকিস্তান। ভারতে হামলা চালাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। অন্যদিকে সুনিপুণ দক্ষতায় সেই চেষ্টা ভেস্তে দিচ্ছে ভারতীয় সেনা। এই আবহে কলকাতায় (Kolkata) কি হাই অ্যালার্ট জারি করা হয়েছে? এবার তার উত্তর দিলেন পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ কুমার ভার্মা।

কী বললেন কলকাতার পুলিশ কমিশনার?- (Kolkata Police)

বুধবার থেকেই ভারতের একাধিক রাজ্যে হামলার চেষ্টা করছে পাকিস্তান। বৃহস্পতিবারও এর অন্যথা হয়নি। গতকাল একাধিক সীমান্তবর্তী রাজ্যে হামলার চেষ্টা করেছিল এই দেশ। পাল্টা প্রত্যাঘাত করে ভারত। পাকিস্তানের প্রত্যেক ড্রোন হামলা ভেস্তে দেওয়ার পর ‘ত্রিফলা’ অ্যাকশনে নামে এদেশের বাহিনী।

ভারত-পাকিস্তানের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কি কলকাতায় হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে? শুক্রবার এই নিয়ে মুখ খোলেন সিপি। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা পুলিশের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন কমিশনার ভার্মা। তখনই শহরে হাই অ্যালার্ট জারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

আরও পড়ুনঃ বিতর্কের মধ্যেও অনড় দিলীপ! RSS-কে জানালেন, ‘দলবদলুদের সঙ্গে কম্প্রোমাইজ করব না’!

কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘সেনসিটিভ ইস্যু। আমাদের রোজ বৈঠক হচ্ছে। নির্দিষ্ট অথরিটি এই নিয়ে আপনাদের সঠিক সময়ে জানাবে’। এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘অযথা কোনও গুজবে কেউ কান দেবেন না। মনে রাখবেন, নিরাপত্তার প্রশ্নে কলকাতা পুলিশ সব সময় তৈরি’।

Kolkata Police Commissioner IPS Manoj Kumar Verma

মহানগরীর পাশাপাশি কলকাতা বিমানবন্দরের হাই অ্যালার্ট নিয়েও কমিশনার ভার্মা (IPS Manoj Kumar Verma) পরিষ্কার করে কিছু বলেননি বলে খবর। তবে এয়ারপোর্ট সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই বিমানবন্দরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের ছুটি।

উল্লেখ্য, ভারত-পাক উত্তেজনার আবহে আগেই রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। একই পথে হেঁটেছে কলকাতা পুরসভা। শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কিনা সেই বিষয়ে এদিন মুখ খোলেন পুলিশ (Kolkata Police) কমিশনার ভার্মা। নির্দিষ্ট অথরিটি সঠিক সময়ে এই বিষয়ে জানাবেন বলে মন্তব্য করেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X