সিরিয়ালের সেটেই দ্বিতীয় প্রেম! তিয়াশার পর সুবানও জড়ালেন নতুন সম্পর্কে?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিপাড়ার একসময়কার বেশ জনপ্রিয় জুটি ছিলেন তিয়াশা লেপচা (Tiyasha Lepcha) এবং সুবান রায়। যদিও দীর্ঘদিন হল ভেঙেছে সেই বিয়ে। কিছুদিন সিঙ্গেল থাকার পর অভিনেতা সোহেল দত্তর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিয়াশা (Tiyasha Lepcha)। শোনা যাচ্ছে, শীঘ্রই বিয়েও করতে চলেছেন দুজনে। আর এবার একই পথ অনুসরণ করলেন সুবানও।

তিয়াশার (Tiyasha Lepcha) পর সুবানের নতুন সম্পর্ক

গুঞ্জন বলছে, সুবানের মনেও নাকি নতুন করে দোলা দিয়েছে প্রেম। সহ অভিনেত্রী লিজা দাসের সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার ‘শুভ বিবাহ’ সিরিয়ালে অভিনয় করছেন সুবান। তাঁর বিপরীতে রয়েছেন লিজা। সিরিয়ালে এই জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তবে গুঞ্জন বলছে, বাস্তবেও নাকি মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছে দুজনের।

Is tiyasha lepcha ex husband suban in relationship

সহ অভিনেত্রীর সঙ্গেই প্রেম: আসলে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই রোম্যান্টিক ছবি শেয়ার করতে দেখা যায় জুটিকে। এমনকি সম্প্রতি সিরিয়ালে দোল খেলার পর লিজার সঙ্গে আলাদা করে ছবিও তুলেছেন সুবান। তবে কি তিয়াশার (Tiyasha Lepcha) মতো তিনিও প্রেমে পড়লেন আবার?

আরো পড়ুন : কলকাতায় এসেই প্রথম প্রেম, ঠিক হয়ে গিয়েছিল বিয়েও! এখন কোথায় থাকেন অমিতাভের প্রেমিকা?

মুখ খুললেন সুবান: অভিনেতা অবশ্য উড়িয়েই দিয়েছেন গুঞ্জন। তাঁর কথায়, তিনি পুরোপুরি সিঙ্গেল। লিজার সঙ্গে তাঁর যা প্রেম, সবটাই পর্দায়। বাস্তবে দুজনের মধ্যে সম্পর্ক খুবি ভালো। তবে তা প্রেম নয়। আপাতত নিজের কাজেই মন দিয়েছেন সুবান।

আরো পড়ুন : বড় ঝটকা ‘জগদ্ধাত্রী’তে, রাতারাতি সিরিয়াল ছাড়লেন এই গুরুত্বপূর্ণ ব্যক্তি! কী প্রভাব পড়বে TRP-তে?

প্রসঙ্গত, তিয়াশার (Tiyasha Lepcha) অভিনয়ে পা রাখার আগে থেকেই দাম্পত্য সম্পর্কে ছিলেন দুজনে। কিন্তু কৃষ্ণকলির হাত ধরে জনপ্রিয়তা পাওয়ার পরেই সুবানের সঙ্গে ডিভোর্স হয় তাঁর। বর্তমানে সোহেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। স্টার জলসাতেই রোশনাই সিরিয়ালে অভিনয় করছেন তিয়াশা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর