মুসলিমকে বিয়েতে নারাজ, লুকিয়ে জনপ্রিয় হলিউড অভিনেতার সঙ্গে প্রেম করছেন উরফি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় দিয়ে না হোক, অদ্ভূত ফ‍্যাশন সেন্স দিয়ে লাইমলাইটে উঠে এসেছেন উরফি জাভেদ (urfi javed)। নিজেই পোশাক ডিজাইন করে, বিতর্কিত মন্তব‍্য করে জনপ্রিয়তা ধরে রাখতে ভালোই জানেন তিনি। ‘নেতিবাচক প্রচার’ও যে এক ধরনের প্রচার আর তাতে যথেষ্ট খ‍্যাতি পাওয়া যায় সে ব‍্যাপারে ওয়াকিবহাল উরফি।

জনপ্রিয়তার সিংহ ভাগটাই তিনি পান সোশ‍্যাল মিডিয়া থেকে। তাই স্বাভাবিক ভাবেই নেটদুনিয়ায় সক্রিয় থাকতে হয় উরফিকে। অনেকেরই প্রশ্ন ছিল, তাঁর এই অদ্ভূত পোশাকগুলি তিনি নিজেই বানান নাকি কোনো ডিজাইনার রয়েছে? উত্তরে ক‍্যামেরার সামনেই পোশাক কেটে পরে দেখিয়ে দিয়েছেন উরফি।


নেটিজেনদের আরো একটি প্রশ্ন ছিল। উরফি কি কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন? বেশি ধন্দে রাখেননি অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তরের পর্ব শুরু করেছিলেন তিনি। সেখানেই একজন সরাসরি প্রশ্ন করেন, উরফির প্রেমিক কে? উত্তরে অভিনেত্রী লেখেন, ‘ক্রিস ইভান্স। ওকে কেউ চিনলে বলে দেবেন যে নিজের বান্ধবীকে ফোন করতে।’

উরফি যে মজা করেই ‘ক‍্যাপ্টেন আমেরিকা’ কর্থাৎ হলিউড অভিনেতা ক্রিসের নাম লিখেছেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ তার আগেই আরেক জন প্রশ্ন করেছিলেন, উরফি কি সিঙ্গল? অভিনেত্রী স্বীকার করেছিলেন যে তিনি সিঙ্গল কিন্তু খুবই রোম‍্যান্টিক।


উল্লেখ‍্য, এর আগে উরফি জানিয়েছিলেন তিনি কোনো মুসলিম পুরুষকে বিয়ে করবেন না। তিনি নিজে মুসলিম ধর্মাবলম্বী ঠিকই। কিন্তু যে নোংরা মন্তব‍্য, কটাক্ষ তিনি পান বেশিরভাগ আসে মুসলিম ধর্মাবলম্বীদের থেকে। উরফির কথায়,  “মুসলিম পুরুষরা চায় মহিলাদের দাবিয়ে রাখতে। তাই আমার প্রতি ওদের অত ঘৃণা। মুসলিম সম্প্রদায়ের সব মেয়েকে ওরা নিয়ন্ত্রণ করতে চায়। আমি ইসলামে বিশ্বাস করি না। ওরা যেভাবে চায় সেভাবে আমি আচরণ করি না বলেই ওদের এত রাগ।”

X