ফের কুস্তিতে ফিরছেন ভিনেশ ফোগাট? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা, কি জানালেন তিনি?

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরেই প্যারিস অলিম্পিকের মঞ্চে দুর্ভাগ্যজনকভাবে পদক হাতছাড়া করেছিলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। একই দিনে ৩ কুস্তিগিরকে ধরাশায়ী করে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিলেন তিনি। যদিও, শেষ পর্যন্ত নির্ধারিত ওজনের তুলনায় মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তিনি কার্যত ছিটকে গিয়েছিলেন ওই ইভেন্ট থেকে।

ফের কুস্তিতে ফিরছেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)?

এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সেই সময়ে তুমুল আলোচনা শুরু হলেও তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় রুপোর পদক। এমতাবস্থায়, ওই ধাক্কার পরেই তিনি (Vinesh Phogat) বিদায় জানান কুস্তিকে। শুধু তাই নয়, ভিনেশ একটি মর্মস্পর্শী পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কুস্তি থেকে অবসর গ্রহণের বিষয়টি সামনে এনেছিলেন।

আরও পড়ুন: তৈরি হল ইতিহাস! IPL-এর মেগা নিলামে অংশগ্রহণ করবেন ইতালির এই ক্রিকেটার, চমকে দেবে পরিচয়

যেখানে একটি পোস্টে ভিনেশ (Vinesh Phogat) জানান যে, ”মা, কুস্তি আমাকে হারিয়ে দিল। আমাকে তুমি ক্ষমা করো। তোমার স্বপ্ন আজ ভেঙে গেল। আমার আর সাহসও নেই, শক্তিও নেই।” তারপরেই রাজনীতির ময়দানে অবতীর্ণ হন তিনি।

আরও পড়ুন: ফের প্রেসিডেন্ট ট্রাম্প! পাবেন কোটি কোটি টাকা বেতন, সাথে রয়েছে ভাতাও, পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”

যদিও, সম্প্রতি তাঁর (Vinesh Phogat) আরও একটি পোস্ট ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, ওই পোস্টের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে জল্পনাও। অনেকেই অনুমান করেছেন যে, ভিনেশ ফের কুস্তির ম্যাটে ফিরতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by Vinesh Phogat (@vineshphogat)

ওই সোশ্যাল মিডিয়া পোস্টে ভিনেশ (Vinesh Phogat) লিখেছেন, “আমি মানছি তুমি আজ ক্লান্ত। এটাও মেনে নিলাম তুমি আজ ক্ষতবিক্ষত পাখি। তবুও, তোমার মধ্যে এখনও রয়ে গিয়েছে সাহস। তোমার লক্ষ্যের জন্য এখনও তুমি জীবিত রয়েছ।” এদিকে, এই ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই শুরু হয়েছে তুমুল জল্পনা। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতেও।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর