সিনেমায় অভিনয় করছেন বিরাট কোহলি? কী বললেন পরিচালক?

Published On:

বিজ্ঞাপনের শুটিং বিরাট কোহলির (Virat Kohli) আয়ের একটি বড় উৎস কিন্তু তিনি এখনও অভিনয়ে পুরোপুরি নিমগ্ন নন তিনি। এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তিনি বলেছেন যে বিরাটের (Virat Kohli) অভিনয় এবং চলচ্চিত্র থেকে দূরে থাকা উচিত। কিন্তু কেন এমন বললেন তিনি?

মুকেশ ছাবড়া ডাঙ্কি, জওয়ান এবং দঙ্গলের মতো ছবির জন্য পরিচিত। মুকেশ ছাবড়া বলিউডে একজন চমৎকার কাস্টিং ডিরেক্টর হিসেবে পরিচিত। তিনি বলছেন, ‘বিরাট কোহলি খুবই রসিক মানুষ। তিনি নাচতে পারেন, অন্যদের অনুকরণ করতে পারেন এবং তার কমিক টাইমিং চমৎকার। দেশকে গর্বিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন’।

 Virat Kohli

বিজ্ঞাপনের শুটিং বিরাট কোহলির (Virat Kohli) আয়ের একটি বড় উৎস

তিনি আরও বলেন, ‘বিরাট যেখানে ভালো নাম করছেন সেখানেই থাকা উচিত।’ মুকেশের মতে, ‘ক্রিকেট থেকে অবসর নিয়েও বিরাটের চলচ্চিত্রে আসা উচিত নয়।’ তবে তাঁর এই কথা শুনে বিরাট ভক্তরা মনে করছেন এবার সিনেমায় অভিনয় করতে চলেছেন কিং কোহলি। কিন্তু এই ব্যাপারে কোনও খবর এখনও শিরোনামে আসেনি।

বিরাট কোহলি অভিনয় জগৎ থেকে দূরে থাকতে চাইলেও তা পারবেন না তিনি। ২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করে। তিনি। সেই সূত্রে একটি বলিউড যোগ রয়েছে তাঁরও। সম্প্রতি ছেলে অকায়কে জন্ম দিয়েছেন অনুষ্কা। তারপর থেকে ভারতে দেখা মেলেনি তাঁদের। লন্ডনেই রয়েছেন তাঁরা। তবে খবর আসছে যে ফের ভারতে ফিরছেন অভিনেত্রী। তবে, তিনি ভারতে থাকবেন না কি লন্ডনে ফিরে জানেন, তা পরিষ্কার করে জানা যায়নি এখনও।

Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর

X