“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) ব্যক্তিগত জীবন প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে। শুধু তাই নয়, যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় থাকেন। এর পাশাপাশি, নেটমাধ্যমে তিনি তাঁর বিভিন্ন কার্যকলাপ শেয়ার করেন।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal):

এদিকে, ধনশ্রী সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় অনুরাগীদের সাথে ভাগ করে নিলেও সেই তুলনায় যুজবেন্দ্র চাহালের সাথে তাঁর পোস্ট বেশি দেখা যায় না। আর এই কারণেই ধনশ্রী ভার্মা সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রোলড হয়েছেন। শুধু তাই নয়, চাহালের ভক্তরা ধনশ্রীর সমালোচনাও শুরু করেছেন।

Is Yuzvendra Chahal and Dhanashree Verma going to divorce.

অন্যদিকে, যুজবেন্দ্র সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়মিত ধনশ্রী ভার্মার সাথে স্টোরি এবং পোস্টগুলি ভাগ করে নিচ্ছেন। তবে, সম্প্রতি যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন একটি পোস্ট শেয়ার করেছেন যেটি ইতিমধ্যেই তুমুল জল্পনার সৃষ্টি করছে।

আরও পড়ুন: পাত্তা পেলনা বিতর্ক! এবার এই পড়শি রাজ্যে বাম্পার বিনিয়োগ আদানি গ্রুপের, হবে বিপুল কর্মসংস্থান

যুজবেন্দ্র ও ধনশ্রীর “সর্ম্পক” ঘিরে শুরু জল্পনা: গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তাঁর বিভিন্ন পোজের ছবি পরিলক্ষিত হয়েছে। এদিকে, ওই পোস্টের ক্যাপশনে চাহাল লিখেছেন, “Your negativity is my fuel”। ইতিমধ্যেই চাহালের এই ছবিগুলি তুমুল ভাইরাল হয়েছে। ৩ লক্ষ ১৮ হাজারেরও বেশি লাইক পেয়েছে ছবিটি।

আরও পড়ুন: রয়েছে ৩ টি কারণ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অবলীলায় জিতবে ভারত

নজর কেড়েছে একটি মন্তব্য: এদিকে, চাহালের এই পোস্টে ধনশ্রী ভার্মার প্রসঙ্গও উপস্থাপিত হয়েছে। এই পোস্টটিতে মন্তব্য করে একজন লিখেছেন যে, “আরেকটি ডিভোর্স আসছে।” অন্য একজন পোস্টটিতে মন্তব্য করেছেন যে, “চাহাল ভাইয়ের ইনস্টা স্টোরি এবং এই ক্যাপশনটি সম্ভবত কিছু বলার চেষ্টা করছে।” আর এইভাবেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে গুঞ্জন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর