ফের প্রেমে পড়েছেন যুজবেন্দ্র চাহাল? ইনস্টাগ্রামে শেয়ার করলেন “বিশেষ” স্টোরি, হইচই অনুরাগীদের মধ্যে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আসলে, যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মাকে নিয়ে জল্পনা চলছে যে, তাঁদের হয়তো শীঘ্রই বিচ্ছেদ হতে চলেছে। শুধু তাই নয়, এই আলোচনায় বেশ কিছুদিন ধরে সরগরম রয়েছে নেটদুনিয়াও।

ফের প্রেমে পড়েছেন চাহাল (Yuzvendra Chahal)?

এদিকে, বিচ্ছেদের খবরের আবহেও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ সক্রিয় রয়েছে। প্রায় প্রতিদিনই তিনি ইনস্টাগ্রামে স্টোরি এবং পোস্ট শেয়ার করেন। অন্যদিকে, ধনশ্রী ভার্মাকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব কমই দেখা যাচ্ছে। এদিকে, যুজবেন্দ্র চাহালের পোস্ট এবং স্টোরির ক্যাপশনগুলি বিশেষভাবে আকৃষ্ট করে অনুরাগীদের। চাহালের সাম্প্রতিক পোস্টগুলি দেখে অনেকেই অনুমান করছেন যে তিনি তাঁর দুঃখ লুকনোর চেষ্টা করছেন।

Is Yuzvendra Chahal in love again.

ঠিক এই আবহেই তিনি এমন একটি স্টোরি সামনে এনেছেন যেটি নয়া জল্পনার উদ্রেক ঘটিয়েছে। অনুরাগীদের একাংশ মনে করছেন চাহাল হয়তো ফের কারোর প্রেমে পড়েছেন। আসলে, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেছেন। যাতে তিনি একটি রোমান্টিক গান রেখেছেন। আর এই স্টোরিই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: ফের চমক! এবার আয়ুর্বেদ মার্কেটে “মেগা এন্ট্রি” নেবেন আম্বানি, লঞ্চ হওয়ার পথে নতুন বিউটি ব্র্যান্ড

যুজবেন্দ্র চাহাল রোমান্টিক স্টোরি শেয়ার করেছেন: গত মঙ্গলবার সন্ধ্যায় যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে চাহাল তাঁর নিজের ছবি শেয়ার করেছেন এবং সেখানে একটি রোমান্টিক গান (আঁখো মে তেরি ডুব জানে কো) সংযুক্ত করেছেন।

আরও পড়ুন: “আমিই সর্বকালের সেরা ফুটবলার….”, ৪০ তম জন্মদিনে সদর্পে ঘোষণা রোনাল্ডোর

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি ইউজি (Yuzvendra Chahal) তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আরেকটি স্টোরি শেয়ার করেছিলেন, যেখানে তিনি নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিটি দেখে মনে হয়েছিল ইউজি ভিডিও কলে কারোর সাথে কথা বলছেন। কিন্তু তিনি অন্য আরেকজনের মুখ ঝাপসা করে দিয়েছিলেন। যদিও এটি স্পষ্ট নয় যে তিনি ভিডিও কলে কারও সাথে কথা বলছিলেন নাকি তাঁর ভক্তদের সাথে রসিকতা করছেন। তবে, তাঁর এই স্টোরির পরে, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন উঠেছে যে যুজবেন্দ্র চাহাল হয়তো কাউকে ডেট করছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X