TRP কমতেই চরম সিদ্ধান্ত! আচমকাই সিরিয়াল ছাড়ছেন জি বাংলার এই নায়িকা! মাথায় হাত দর্শকদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা হোক বা হিন্দি, যে কোনও সিরিয়াল কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি। রেটিং ভালো থাকলে তা বছরের পর বছর ধরে চলতে থাকে। আর যদি রেটিং একটু কমে তাহলেই ঝাঁপ ফেলে দেন নির্মাতারা। অনেক সময় আবার সিরিয়াল (Bengali Serial) চললেও তারকারা মাঝপথে বেরিয়ে যান। এবার যেমন শোনা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) একটি মেগার ক্ষেত্রেও এমনটাই হতে চলেছে।

মাঝপথেই সিরিয়াল (Bengali Serial) ছাড়ছেন জি বাংলার এই নায়িকা!

বর্তমানে টিআরপি তালিকায় প্রথম তিনের মধ্যে জি বাংলার ধারাবাহিকের (Serial দাপট বেশি দেখা যায়। ‘ফুলকি’, ‘নিম ফুলের মধু’ প্রায় প্রত্যেক সপ্তাহেই বাজিমাত করছে। তবে একসময়কার বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’ সিংহাসন দখলের এই লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়েছে। এবার গোয়েন্দা জ্যাসের কাহিনী নিয়েই সামনে এল বড় আপডেট।

গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে, ‘জগদ্ধাত্রী’ নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) নাকি বলিউড থেকে ডাক পেয়েছেন। এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইছেন না তিনি। তাই এবার নাকি সেদিকেই পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ ‘মমতার পদত্যাগ চাই’! শ্রীমা, তন্বী থেকে জন, আরজি কর কাণ্ডের পর আর কে কে সুর চড়ালেন?

জানা যাচ্ছে, ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকের কমতে থাকা টিআরপি তুলত এবার বড় টুইস্ট আনার পরিকল্পনা করছেন নির্মাতা। এবার ‘জগদ্ধাত্রী’ চরিত্রটিই শেষ হয়ে যাবে বলে খবর। শোনা যাচ্ছে, সন্তান জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়বে জ্যাস। ইতিমধ্যেই সিরিয়ালের গল্পে সেই ইঙ্গিত মিলতে শুরু করেছে বলে দাবি অনেকের।

দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী বিরল এক জিনগত রোগে আক্রান্ত। তবে সে সন্তানকে সুস্থভাবে জন্ম দিতে চায় বলে চিকিৎসা করাচ্ছে। ইতিমধ্যেই একথা জেনে গিয়েছে কৌশিকী। সে এই নিয়ে নানান প্রশ্ন করে। জবাবে জ্যাস শুধু বলে, মা হতে গিয়ে তাঁর যদি কিছু হয়ে যায়, তাহলে যে সে এবং স্বয়ম্ভূ মিলে তাঁর সন্তানের খেয়াল রাখে।

Is Zee Bangla Bengali serial Jagaddhatri ending soon

এসব দেখেই অনেকে অনুমান করছেন, অঙ্কিতা হয়তো ধারাবাহিক (Bengali Serial) ছেড়ে দেবেন। বলিউড থেকে ডাক আসায় হয়তো সেদিকেই পা বাড়াবেন তিনি। সেই কারণেই সিরিয়ালে জগদ্ধাত্রীর ট্র্যাক শেষের আভাস দেওয়া শুরু হয়েছে। এই নিয়ে জোর জল্পনা কল্পনা চললেও এখনও অবধি অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X