স্লট বদলেও শান্তি নেই! TRP-র অভাবে এই মাসেই শেষ হচ্ছে ‘মিঠিঝোরা’? সামনে এল বিরাট আপডেট!

বাংলা হান্ট ডেস্কঃ জি বাংলার পর্দায় একাধিক সিরিয়াল শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘অমর সঙ্গী’, ‘কাজল নদীর জলে’র প্রোমো। এদিকে নতুন ধারাবাহিক আসছে শুনেই প্রমাদ গুনছেন অনেকে। এবার কোন ধারাবাহিকের (Bengali Serial) ওপর কোপ পড়বে সেটাই ভাবাচ্ছে তাঁদের। কয়েকদিন ধরে যেমন ‘মিঠিঝোরা’ শেষের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।

চলতি মাসেই শেষ হচ্ছে ‘মিঠিঝোরা’ (Bengali Serial)?

‘খেলনা বাড়ি’ শেষ হওয়ার পর জি বাংলার এই ধারাবাহিকের (Serial) হাত ধরে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি। বর্তমানে অনেকে তাঁকে ‘রাই’ নামেই চেনেন। তিন বোনের জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল টিআরপি তালিকায় সেভাবে ছাপ না ফেলতে পারলেও দর্শকমনে ঠিক স্থান করে নিয়েছিল। স্বাভাবিকভাবেই ‘মিঠিঝোরা’ শেষের খবর সামনে আসায় মন ভেঙেছিল অনেকের। সত্যি সত্যিই কি আগস্টে শেষ হয়ে যাচ্ছে রাই-অনির্বাণের গল্প?

   

বেঙ্গল টপার না হতে পারলেও, প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে নাম থাকে ‘মিঠিঝোরা’র (Mithijhora)। এবার সিরিয়াল শেষের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সিরিয়ালের নায়ক শৌর্য এবং অনির্বাণ। অভিনেতা সপ্তর্ষি রায় পরিষ্কার জানান, ধারাবাহিক শেষ হওয়ার কোনও খবর তাঁর কাছে আসেনি। অন্যদিকে পর্দার অনির্বাণ তথা অভিনেতা সুমন দে-ও একই কথা বলেন। সেই সঙ্গেই সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘মিঠিঝোরা’ শেষ হওয়ার একটি খবর রটেছে। তবে সেটা সত্যি নয়।

আরও পড়ুনঃ TRP নেই! আচমকাই বন্ধের মুখে জনপ্রিয় এই বাংলা ধারাবাহিক, হয়ে গেল অন্তিম পর্বের শ্যুটিং!

সপ্তর্ষি-সুমনের আগে ‘রাই’ অভিনেত্রী আরাত্রিকাও ‘মিঠিঝোরা’ শেষ হওয়া নিয়ে মকুখ খুলেছিলেন। অভিনেত্রী বলেছিলেন, সিরিয়াল (Bengali Serial) শেষের কোনও কথা ওঠেনি। নতুন করে একটি গল্প শুরু হচ্ছে। তাই বলা যায়, নতুন স্লটে নতুন করে সবটা শুরু হচ্ছে না। সাংসারিক মেলোড্রামা থেকে বেরিয়ে একেবারে নতুন করে মেগার গল্প সাজানো হবে।

Bengali serial Mithijhora

উল্লেখ্য, কয়েকদিন আগেই জি বাংলা এই ধারাবাহিকের স্লট বদল হয়েছে। রাত ৯:৩০টার বদলে বর্তমানে ৯:৪৫ থেকে সম্প্রচারিত হয় ‘মিঠিঝোরা’। ৪৫ মিনিট ধরে সম্প্রচারিত হওয়া এই মেগা চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দশম স্থানে রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর