ভোট-পরবর্তী হিংসা অব্যাহত, জাতীয় পতাকাও তুলতে দেয়নি! তৃণমূলকে বিঁধল ISF

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে সিপিএম কংগ্রেস এবং আইএসএফের মহাজোটের তরফে ভাঙড় থেকে জিতে একমাত্র বিধানসভায় পৌঁছেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্যে ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই ভোট-পরবর্তী হিংসার অভিযোগে সরব বিরোধীরা। এতদিন কার্যত শাসক দলের সঙ্গে বাদ বিবাদ তুঙ্গে উঠেছে বিজেপিরই। যদিও একইসঙ্গে মুখ খুলেছে অন্যরাও। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুলল আইএসএফও৷ আজ কলকাতা প্রেসক্লাবে রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে সুর চড়ালেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।

এই বিবৃতিতে জানানো হয়েছে , “পশ্চিমবঙ্গে নির্বাচন পর্বের পর প্রায় সাড়ে তিনমাস অতিবাহিত। কিন্তু ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, নির্বাচন পরবর্তী হিংসার কোন বিরাম নেই। বহু জায়গায় আইএসএফ কর্মীদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এমনকি, জোর করে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর চেষ্টা চলছে।”

শুধু তাই নয়, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভাঙড়ের বেশ কিছু এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারা। কিন্তু সেখানেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। মাঝপথে বন্ধ করে দেওয়া হয় জাতীয় সংগীত, এমনকি জাতীয় পতাকা পদদলিত করা হয় বলেও অভিযোগ তুলেছে আইএসএফ। বিবৃতি অনুযায়ী তাদের দাবি, “নলমুড়ি প্রাণগঞ্জে জাতীয় পতাকা ছিঁড়ে, পদদলিত করে অপমান করা হয়। যাবতীয় অঙ্গ সরঞ্জাম ভেঙে ফেলা হয়। এখানে ২৪ টি কর্মীর নামে মিথ্যা মামলা রুজু করা হয়েছে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীদের বেধড়ক মারধর করে। আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়।”

এছাড়া বিবৃতিতে মইদুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তারা। তাদের দাবি কোভিড পর্বের দোহাই দিয়ে তাদের সভা-সমিতি করতে দেওয়া হচ্ছে না, অথচ মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে বড় জমায়েত করছেন। অন্যদিকে ভোট-পরবর্তী হিংসায় অভিযুক্তদের শাস্তি হবে এমনটাই আশা রাখছেন তারা, এবিষয়ে আদালতের রায়কেও স্বাগত জানানো হয়েছে আইএসের তরফে। এছাড়া এদিন খেলা হবে দিবস নিয়েও আক্রমণ শানানো হয় তাদের তরফে। বিবৃতিতে জানানো হয়, “প্রতি বছর এদিনটি ‘ফুটবল প্রেমী দিবস’ হিসেবে পালন হয়ে আসছে। কিন্তু এইবছরই দেখা গেল মুখ্যমন্ত্রী দিনটি ‘খেলা হবে’ বলে দিনটি পালন করলেন। সেখানে বিভিন্ন স্থানে তাঁর দলের সমর্থকরা গান-বাজনা বাজিয়ে, নাচানাচি করে বেলেল্লাপনা করলেন।”

 


Abhirup Das

সম্পর্কিত খবর