‘গরিবদের নাম কেটে দেওয়া হয়েছে”, আবাস দুর্নীতি নিয়ে তৃণমূলকে চরম হুঁশিয়ারি নওশাদের

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্যের নিয়োগ দুর্নীতিকে (Recruitment Scam) জোর টেক্কা দিয়ে স্বগর্বে সামনে এগিয়ে চলেছে আবাস দুর্নীতিও (Awas Corruption)। একের পর এক লাগাতার প্রকাশ্যে উঠে আসছে আবাস দুর্নীতির অভিযোগ। আর দুর্নীতির কাঠগড়ায় দাঁড়িয়ে তৃণমূল (TMC) নেতৃত্ব। এককথায় আবাস দুর্নীতি ইস্যুতে জেরবার রাজ্য সরকার।

বিগত কিছুদিন ধরে বঙ্গের ক্রমবর্ধমান নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম, বিজেপি সহ রাজ্যের সমস্ত বিরোধী দলগুলি থেকে শুরু করে বঞ্চনার শিকার হওয়া সাধারণ মানুষ। এবার এই বেলাগাম দুর্নীতি রুখতেই শক্ত হাতে ময়দানে নামলেন আইএসএফ (ISF) নেতা তথা ভাঙ়ড়ের (Bhangar) বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। শুধু অভিযোগই নয়, ভাঙড়ের হতদরিদ্র মানুষের বাড়ি ঘুরে দেখলেন বিধায়ক। পাশাপাশি এদিন, নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ভাঙড়বাসীকে তাঁদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসও দিলেন আইএসএফ নেতা।

এই নিয়ে এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট (Facebook Account) থেকে গ্রামের মানুষদের ঘর-বাড়ি ঘুরে দেখার একটি ভিডিও পোস্ট করেন। সাথেই তিনি রাজ্যের শাসক দলকে বিঁধে এক লম্বাচওড়া পোস্ট লেখেন সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী লিখলেন ভাঙ়ড়ের বিধায়ক? এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নওশাদ লেখেন, “আবাস যোজনা নিয়ে যে বেলাগাম দুর্নীতি চলছে তা দিনের আলোর মতন স্পষ্ট। শাসক তৃণমূল কংগ্রেস যেটাই হাত দেয়,সেটাই দুর্নীতির গড়ে পরিণত হচ্ছে এই বাংলায়। গতকাল ভাঙড়ের নারায়নপুর সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শনের সময় আমার নজরে এমন বাড়িঘর এসেছে যেগুলি পশুর থাকারও অযোগ্য। এই গরিব মানুষগুলির নাম হয় তালিকাভুক্ত হয়নি, নাহলে তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। আমি এই মানুষগুলিকে বিডিও’কে চিঠি দিতে অনুরোধ করেছি। এই বিষয়ে স্থানীয় আইএসএফ নেতৃত্ব সাহায্য করবে। যদি দেখা যায় যে স্বজনপোষণ হয়েছে বা অযোগ্যদের নাম তালিকাভুক্ত হয়েছে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে । গরীবের লড়াই চালাতেই আমাদের রাজনীতি। সেই রাজনীতি চলবে। শাসকদলের বেশরম দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হায় দুর্নীতি, তোমার নাম তৃণমূল কংগ্রেস!”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর