DA এর দাবিতে এবার অনশনে বসলেন নওশাদ সিদ্দিকী, হবে আরও বৃহত্তর আন্দোলন !

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে বকেয়া ডিএ (DA) এর দাবিতে ধুন্ধুমার রাজ্যে। কেন্দ্রের সাথে সমহারে মহার্ঘ ভাতার দাবিতে অনশন আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তাতে শক্তি বৃদ্ধি করতে মঞ্চেই এবার অনশনে যোগ দিলেন ভাঙ্গড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqi)।

সূত্রের খবর, শনিবার সকাল ৬ টা নাগাদ মঞ্চে পৌঁছে গিয়েছেন তিনি। আজ কর্মীদের যৌথ মঞ্চের এই আন্দোলন ৫১ দিনে পা দিল। পাশাপাশি অনশনের আজ ৩৭ তম দিন। নওশাদ জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনার দাবি গুলিকে পূর্ণ সমর্থন জানিয়েই তিনি এই আন্দোলনে যোগ দিলেন।

এদিন ধর্না মঞ্চে পৌঁছেই নওশাদ বলেন, ‘আমি আগেই এসে বলে গিয়েছিলাম একদিন অনশনে যোগ দেব। সেই মতো আজ অনশন করছি। সূর্যাস্ত পর্যন্ত নির্জলা থাকব।’ এরপর সরকারের উদ্দেশে তোপ দেগে বিধায়ক বলেন, ‘সরকারের উচিত সরকারি কর্মীদের সঙ্গে একটা টেবিলে আলোচনায় বসা ও সমাধান সূত্র বের করা। কিছু চাওয়া হলেই সরকার বলছে টাকা নেই। অথচ খেলা-মেলা করে প্রচুর টাকা অপাত্রে দান করা হয়েছে।’

naushad siddiqui

শুধু তাই নয় রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে নওশাদ বলেন, ‘এই দাবি যদি এখন মেনে না নেওয়া হয়, তাহলে আন্দোলন ছড়িয়ে পড়বে মঞ্চের বাইরে। গ্রামে গ্রামে পৌঁছে যাবে আন্দোলনের রেশ। এটা শুধু সরকারি কর্মীদের সমস্যা নয়, এটা অনেক বৃহত্তর সমস্যা।’ উল্লেখ্য, শনিবার থেকে ডিএ-র দাবিতে ডিজিটাল স্ট্রাইক শুরু করতে চলেছেন সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, শনিবার যৌথ মঞ্চের তরফে গণ অনশনের আহ্বান জানানো হয়েছে। এর আগেও ধর্না মঞ্চে নওশাদকে দেখা গিয়েছে। একইদিনে সেখানে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করাও। অনশনকারীদের দাবি, শুধু নওশাদ নয়, রাজনৈতিক দলের আরও অনেকের এদিন তাদের আন্দোলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X