ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন নওশাদ! অভিষেকের বিরুদ্ধে বড় লড়াইয়ের ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: তৃণমূলের (TMC) সঙ্গে ইন্ডিয়া জোটে (India Alliance) থাকায় সিপিএমের (CPIM) সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে আইএসএফ (ISF)। আর এবার রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্র থেকে লড়তে চান বলে জানালেন নওশাদ।

তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে আমি প্রাক্তন বানাবো।’

এক বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি কার্যত এমনটাই বোমা পাঠিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISF MLA)। ওই সাক্ষাৎকারে আগামী বছর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা নিজেই জানিয়েছেন নওশাদ।

আইএসএফ বিধায়ক বলেন, ‘ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে আমি প্রাক্তন বানাব। দল যদি অনুমোদন দেয়, তবে ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করতে পারি। ডায়মন্ড হারবার মডেল বলা হয়। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি ডায়মন্ড হারবার মডেল আসলে কী!’

nawsad

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নওশাদের সুরেই মন্তব্য করেছেন। প্রয়োজনে অন্য কাউকে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড় করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সত্যি সত্যিই নওশাদ সিদ্দিকি আইএসএফের টিকিটে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে, বিজেপির (BJP) অবস্থান কী হবে, সেটাও দেখার।

সম্প্রতি রাজ্য-রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন নওশাদ সিদ্দিকি। খাস কলকাতায় অবরোধ-অশান্তির জেরে দীর্ঘদিন ধরে তাঁকে জেলে থাকতে হয়েছে। জেল থেকে বেরিয়েই শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই আরও তীব্রতর করার ঘোষণা করেছিলেন নওশাদ। সম্প্রতি তিনি জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে একমঞ্চে থাকা সিপিএমের সঙ্গে তাঁরা আর জোট করে ভোটে লড়বেন না। ‘একলা চলো’ নীতি নিয়েই লোকসভা নির্বাচনে লড়বেন তিনি। আর এবার ভাঙড়ের বিধায়ক জানালেন, দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই প্রার্থী হতে চলেছেন তিনি।

Avatar
Monojit

সম্পর্কিত খবর